অ্যাপশহর

জয়ের পথে বিরাট, দরকার আর ৭ উইকেট

দিনের শেষ ওভারে ২ উইকেট তুলে জয়ের একধাপ কাছে পৌঁছে দিলেন রবীন্দ্র জাডেজা।

EiSamay.Com 5 Dec 2017, 5:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দিনের শেষ ওভারে ২ উইকেট তুলে জয়ের একধাপ কাছে পৌঁছে দিলেন রবীন্দ্র জাডেজা। আগামী কাল সারা দিনে ৭ উইকেট নিলেই ২-০ সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি সেরে ফেলবে বিরাটবাহিনী। শেষ দিনে যদি না ফের একবার অতিমানবীয় ইনিংস খেলতে পারেন শ্রীলঙ্কার বাকি ব্যাটসম্যানরা, তবে হার এড়ানো অত্যন্ত কঠিন।
EiSamay.Com indiaon course for record series win against sri lanka
জয়ের পথে বিরাট, দরকার আর ৭ উইকেট


IND vs SL: দেখুন স্কোরবোর্ড

গত কালের স্কোরের সঙ্গে ১৭ রান যোগ করার পরেই ইনিংস শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। অধিনায়ক চণ্ডীমলকে ফেরান ইশান্ত শর্মা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে দ্রুত রান তোলার চেষ্টা করেন ভারতীয় ব্যাটসম্যানরা। বিজয় দ্রুত ফিরলে ক্রিজে আসেন রাহানে। এ দিনও তাঁর ব্যাটে রানের দেখা মেলেনি। দক্ষিণ আফ্রিকা সফরের কথা মাথায় রেখে রাহানেকে রানে ফেরাতেই পূজারার জায়গায় রাহানেকে পাঠান বিরাট। ডিআরএসের বদান্যতায় ২ বার জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি অজিঙ্কে।

১ রানের জন্য অর্ধশতরান করতে পারেননি পূজারা। শিখর, বিরাট এবং রোহিত সকলেই অর্ধশতরান করেন। ওয়ান ডে মুডে খেলে ৫২ ওভারে ২৪৬ রান তুলে শেষ ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট। শেষ ঘণ্টায় শ্রীলঙ্কা ফের ব্যাট করতে মাঠে নামে। প্রথম উইকেট তাড়াতাড়ি পড়লেও করুণরত্নে এবং ধনঞ্জয় ভালো ভাবেই সামলে দিচ্ছিলেন ইশান্ত, সামি, জাডেজাদের। দিনের শেষ ওভারে যখন মনে হচ্ছিল ১ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতকে, সে সময় পর পর ২ উইকেট তুলে জয়ের সম্ভাবনা আরও প্রবল করে দেন জাডেজা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল