অ্যাপশহর

Indian Cricket Team : ব্যর্থ স্মৃতি-রিচার লড়াই, বিশ্বকাপে প্রথম হার ভারতের

চলতি টি-২০ বিশ্বকাপে লড়াই করেও অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তবে আলাদা করে নজর কাড়লেন স্মৃতি মান্ধানা এবং বাংলার রিচা ঘোষ।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 18 Feb 2023, 10:14 pm
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দুটি ম্যাচে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল ভারত। গ্রুপ লীগের তৃতীয় ম্যাচে হরমনপ্রীত কাউররা খেলতে নেমেছিলেন গ্রুপের সবথেকে শক্তিশালী দল ইংল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচের ওপরই নির্ভর করছিল ভারতের গ্রুপ শীর্ষে থাকার ভাগ্য। কিন্তু ইংল্যান্ডের কাছে ১১ রানে হেরে গ্রুপ শীর্ষে থাকার লড়াইয়ে পিছিয়ে পড়ল ভারত। কাজে লাগল না রেণুকা সিংয়ের দুরন্ত বোলিং।
EiSamay.Com Smriti Mandhana
ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা


টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত। প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। ড্যানিয়েল ওয়াটকে (‌০)‌ তুলে নেন রেনুকা সিং। তাঁর বলে উইকেটের পেছনে দুর্দান্ত ক্যাচ ধরেন রিচা ঘোষ। এক ওভার পরে আবার ধাক্কা রেনুকা সিংয়ের। এবার তাঁর শিকার ইংল্যান্ডের সবথেকে ভয়ঙ্কর ব্যাটার এলিসে ক্যাপসে (‌৩)‌। পঞ্চম ওভারে সোফি‌য়ে ডাঙ্কলেকেও (‌১০)‌ তুলে নেন রেনুকা।
India Wins : বলে দীপ্তি, ব্যাটে বাংলার রিচা! টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় জয় ভারতের
৫ ওভারের ওভারের মধ্যে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এই সময় মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো বড় রান তুলতে পারবে না। কিন্তু পাল্টা প্রত্যাঘাত করেন ন্যাট স্কিভার, অধিনায়ক হিদার নাইট এবং উইকেটকিপার ব্যাটার অ্যামি জোন্স।

এই তিনজনের দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে ইংল্যান্ড। ৪২ বলে ৫০ রান করেন ন্যাট স্কিভার। ২৩ বলে ২৮ রান করেন হিদার নাইট এবং ২৭ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন অ্যামি জোন্স।
India W vs Pakistan W : ম্যাচের মোড় ঘোরানো ব্যাটিং বাংলার রিচার, বিশ্বকাপে পাক বধ ভারতের
৮ বলে ১১ রান করে অপরাজিত থাকেন সোফি একলেস্টোন। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৫ উইকেট তুলে নেন রেনুকা সিং। টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই তাঁর জীবনের সেরা বোলিং। ১টি করে উইকেট নেন শিখা পাণ্ডে ও দীপ্তি শর্মা।

জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলের ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। তৃতীয় ওভারে ক্যাথেরিন স্কিভারের বলে চার–চারটি বাউন্ডারি হাঁকান স্মৃতি।
India vs Pakistan : একা হাতেই ওড়ালেন পাকিস্তানকে, ম্যাচ শেষে কী বললেন জেমিমা?
চতুর্থ ওভারের শেষ বলে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন লৌরেন বেল। তুলে নেন শেফালি ভার্মাকে (‌৮)‌। ভারতের রান তখন ২৯। ‌দশম ওভারের প্রথম বলেই আউট হন জেমাইমা রডরিগেজ (‌১৬ বলে ১৩)‌। পরের ওভারেই অধিনায়ক হরমনপ্রীত কাউরকে (‌৪)‌ তুলে নেন সারা গ্লেন।
Richa Ghosh : গুমোট অবস্থায় বাংলার রিচার 'কালবৈশাখী', তছনছ পাকিস্তান
এরপর ভারতকে টেনে নিয়ে যান স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ। ১৬ তম ওভারের শেষ বলে স্মৃতি আউট হতেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। ৪১ বলে ৫২ রান করে আউট হন স্মৃতি। রিচার লড়াই কাজে আসেনি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪০/‌৫ রান তুলতে সমর্থ হয় ভারত। ৩৪ বলে ৪৭ রান করে অপরাজিত থাকেন রিচা ঘোষ।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর