অ্যাপশহর

নয়া জার্সিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নামবে কোহলি ব্রিগেড

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা আপাতত মুম্বইয়ে কোয়ারান্টাইনে রয়েছেন। কিন্তু, তাঁরা সবসময় জিমে ঘাম ঝরাচ্ছেন এবং নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন।

EiSamay.Com 29 May 2021, 4:11 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগামী মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে বিরাট কোহলির দল রেট্রো জার্সি গায়ে চাপিয়েই খেলতে নামবে।
EiSamay.Com Virat Kohli
বিরাট কোহলি এবং অক্সর প্যাটেল, ছবি সৌজন্য - টুইটার


আজ ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা টুইটারে একটা ছবি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, "৯০-এর দশকে আবারও ফিরে গিয়েছি #lovingit #India।"
আরও পড়ুন :
IPL সরল UAE-তে, সেপ্টেম্বরেই বাকি ম্যাচ

ছবিতে রবীন্দ্র জাদেজাকে V-গলার সোয়েটার পরে থাকতে দেখা যাচ্ছে। ১৯৯০ সাল পর্যন্ত এই সোয়েটার পরেই ভারতীয় ক্রিকেট দলকে খেলতে দেখা যেত।

ইংল্যান্ড সফরে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেটাররা আপাতত কোয়ারান্টাইনে রয়েছেন। কিন্তু, তাঁরা সবসময় জিমে ঘাম ঝরাচ্ছেন এবং নিজেদের ফিট রাখার চেষ্টা করছেন। ইংল্যান্ডের সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

এইমর্মে ভারতীয় ক্রিকেট বোর্ডও একটা ভিডিও টুইটারে শেয়ার করেছে। যেখানে ভারতীয় ক্রিকেটাররা জিমে ঘাম ঝরাচ্ছেন। ক্যাপশনে লেখা হয়েছে, "প্রতিদিন আমরা আরও শক্তিশালী হয়ে উঠছি।"

সেইসঙ্গে বিসিসিআই এই ব্যাপারেও নিশ্চয়তা দিয়েছে যে ইংল্যান্ডে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটারদের করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সূত্র থেকে জানা গেছে, "১৮ বছরের ওপরে নাগরিকদের ভ্যাকসিন দেওয়ার ছাড়পত্র কেন্দ্রীয় সরকার দেওয়ার পরেই গোটা ক্রিকেট দলকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। নিয়ম অনুসারে, ইংল্যান্ড স্বাস্থ্য দপ্তরের তত্ত্বাবধানে দ্বিতীয় ডোজ দেওয়া হবে।"
আরও পড়ুন :
সৌরভ-বিরাটের মধ্যে অধিনায়ক হিসেবে এগিয়ে কে? মুখ খুললেন স্বয়ং মহারাজ
গত ১৯ মে মুম্বইয়ে একত্রিত হয়ে গোটা ভারতীয় ক্রিকেট দল। তার আগেই অবশ্য প্রত্যেকের তিনবার করে করোনা পরীক্ষা করানো হয়েছে। ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে বিসিসিআই গোটা পরিকল্পনা সেরে ফেলেছে।

মুম্বইয়ে ২ সপ্তাহের কোয়ারান্টাইন পর্ব কাটানোর পর ইংল্যান্ডে গিয়েও ভারতীয় ক্রিকেট দলকে ১০ দিনের পৃথকবাসে থাকতে হবে। আগামী ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল