অ্যাপশহর

আম্পায়ারের সঙ্গে সাকিবের অসভ্যতায় ক্ষুব্ধ ভারতীয় সমর্থকরাও, IPL থেকে ব্যান করার দাবি

শের-এ-বাংলা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে মুশফিকুর রহিমের বিরুদ্ধে LBW আউটের আবেদন করেন সাকিব। কিন্তু, আম্পায়ার সাকিবের সেই আবেদনে কর্ণপাত করেননি। এরপরই মাথা গরম করে ফেলেন সাকিব। তিনি লাথি মেরে স্টাম্প ভেঙে দেন। ম্যাচ চলাকালীন আরও একবার সাকিব এমন আচরণ করেন।

EiSamay.Com 11 Jun 2021, 11:07 pm
এইসময় ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব-আল-হাসান শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন স্টাম্পে লাথি মারেন। সেইসঙ্গে আম্পায়ারের সঙ্গেও তিনি অপমানজনক ব্যবহার করেন। মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আবাহনীর বিরুদ্ধে খেলছিলেন সাকিব। তিনি মুশফিকুরের বিরুদ্ধে LBW আউটের আবেদন করেন। কিন্তু, সেই আবেদন আম্পায়ার খারিজ করে দেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়। এই ঘটনায় ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও। তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএল থেকে ব্যান করার দাবি তোলা হয়েছে।
EiSamay.Com Shakib Al Hasan
লাথি মেরে স্টাম্প ভাঙছেন সাকিব আল হাসান


প্রথমে ভিডিওটা দেখুন :

এটা আদৌ জেন্টলম্যানস গেম :

অত্যন্ত লজ্জাজনক ঘটনা...

ক্ষমা চেয়ে কী কী লিখলেন সাকিব

আইপিএল টুর্নামেন্টেও ব্যান করা হোক

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল