অ্যাপশহর

দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ফাইনাল জিতলেন ভারতের মেয়েরা

শেষ ওভারে বিশাল ছক্কা এবং শেষ দু-বলে পরপর দু-রান নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল হামনপ্রীত কাউরের ব্যাট। একই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচের ফাইনালও জিতলেন ভারতীয় মহিলা ক্রিকেটরা।

EiSamay.Com 21 Feb 2017, 7:25 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ ওভারে বিশাল ছক্কা এবং শেষ দু-বলে পরপর দু-রান নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিল হামনপ্রীত কাউরের ব্যাট। একই সঙ্গে বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচের ফাইনালও জিতলেন ভারতীয় মহিলা ক্রিকেটরা।
EiSamay.Com india women beat south africa by 1 wicket in world cup qualifiers final
দক্ষিণ আফ্রিকাকে ১ উইকেটে হারিয়ে ফাইনাল জিতলেন ভারতের মেয়েরা


মঙ্গলবার টানটান উত্তজেনাপূর্ণ এই ম্যাচে আগে ব্যাট করে ভারতকে জেতার জন্য ২৪৫ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে তারা ২৪৪ রান করে অলআউট হয়ে যায়।

হামনপ্রীতের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ভারত ৫০ ওভারে ৯ উইকেটে হারিয়ে জয়সূচক রান তুলে ফেলে। এর মধ্যে হামনপ্রীত একাই করেছেন ৪১ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন দীপ্তি শর্মা।

আগামী জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে মেয়েদের বিশ্বকাপ। ভারত ছাড়াও খেলছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল