অ্যাপশহর

ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু T20 বিশ্বকাপ, দুই প্রতিপক্ষের অতীত রেকর্ড কী বলছে, জেনে নিন

এক বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানে এই ম্যাচগুলো আয়োজন করা হবে

Lipi 17 Aug 2021, 11:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: T-20 World Cup-এ পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। ঠিক পাঁচ বছর পর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আজ বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ করেছে ICC। করোনার কারণে ভারত থেকে সরে গিয়ে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে হবে বিশ্বকাপ। ১৭ অক্টোবর থেকে শুরু হবে লড়াই। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি ও ওমান। অন্য ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও স্কটল্যান্ড।
EiSamay.Com world cup t20 twitter
Picture Courtesy- Twitter


গ্রুপ ২-এর ম্যাচ শুরু হবে ভারত-পাক ম্যাচ দিয়ে। ২৪ অক্টোবর হবে ম্যাচ। এরপর ৩১ অক্টোবর ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এরপর নভেম্বরে আবুধাবিতে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে এই ম্যাচটি হবে ভারত ও পাকিস্তানের মধ্যের নবম ম্যাচ। এর আগে সাতটিতে জয় পেয়েছে ভারত। টি-২০ বিশ্বকাপে এরআগে পাকিস্তানের সঙ্গে পাঁচবার মুখোমুখি হতে হয়েছে ভারতকে। প্রতিবারই হার মানতে হয়েছে পাকিস্তানকে।

সুপার ১২
গ্রুপ ১-এ রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড এবং নামিবিয়া। গ্রুপ বি-তে রয়েছে বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি এবং ওমান। এই দুটো গ্রুপের চ্যাম্পিয়ন দল গ্রুপ ১২-এ প্রবেশ করবে।

রিজার্ভ ডে
টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ও ফাইনাল ১০ নভেম্বর আবুধাবিতে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১১ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর দুবাইতে ফাইনাল অনুষ্ঠিত হবে। তবে এবার ১৫ নভেম্বর রিজার্ভ ডে রাখা রয়েছে। যেটা এইবছর প্রথম।

এবারের বিশ্বকাপটা প্রতিটা দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। সম্প্রতি রিকি পন্টিং বলেছেন, “অস্ট্রেলিয়া প্লেয়ারদের IPL খেলা উচিত।” কারণ সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া গো হারান হেরেছে। ফলে বিশ্বকাপের জন্য দলের প্রস্তুতিতে আদর্শ IPL। কারণ আরব দেশেই হবে IPL। ফলে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে প্লেয়ারদের।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল