অ্যাপশহর

India vs New Zealand : একেবারে ফ্রি'তে আপনি দেখতে পারেন ভারত-নিউ জিল্যান্ড সিরিজ, কীভাবে জেনে নিন

বছরের শুরুটা বেশ ভালোভাবেই করেছে ভারতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ইতিমধ্যেই টি-২০ এবং একদিনের সিরিজে হারিয়ে দিয়েছে। এবার পালা কিউয়ি বধের।

Produced byকৌশিক বিশ্বাস | Lipi 17 Jan 2023, 8:01 am
নতুন বছরে শুরুতেই একের পর এক সিরিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজে মাঠে নেমে পড়েছিলেন রোহিত শর্মারা। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হয়েছে। বিশ্রাম নেওয়ার অবকাশ নেই ভারতীয় দলের ক্রিকেটারদের। মাত্র দু'দিনের ব্যবধানে আবার নতুন একটা সিরিজে মাঠে নেমে পড়তে হচ্ছে বিরাট কোহলিরদের। এবার ভারতের সামনে নিউ জিল্যান্ড। ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ হায়দরাবাদে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজে সিরিজ জিতলেও কিউয়িদের বিরুদ্ধে সিরিজটা দারুন উত্তেজনাপূর্ণ হবে বলে মনে করছেন ক্রিকেটপ্রেমীরা। কোথায়, কীভাবে ঘরে বসে এই সিরিজের লাইভ স্ট্রিমিং উপভোগ করতে পারবেন, তা দেখে নিন।
EiSamay.Com India vs New Zealand
ভারতের মাটিতে খেলতে আসছে নিউ জিল্যান্ড ক্রিকেট দল

India National Cricket Team : শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বরেকর্ড, টিম ইন্ডিয়ার জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ
স্টার স্পোর্টসের কাছে ভারত এবং নিউ জিল্যান্ড মধ্যে একদিনের সিরিজের এবং টি-টোয়েন্টি সিরিজের সম্প্রচার স্বত্ব রয়েছে। অন্য ভারতীয় ভাষার সঙ্গে হিন্দি এবং ইংরেজিতেও লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন গোটা সিরিজের। যদি অনলাইনে স্ট্রিমিং উপভোগ করতে চান তাহলে ডিজনি প্লাস হটস্টারে ম্যাচটি দেখতে পাবেন। তবে এখানে ম্যাচ দেখতে গেলে অবশ্যই আপনার এর সাবস্ক্রিপশন থাকতে হবে। যদি আপনার সাবস্ক্রিপশন না থাকে, তাহলেও আপনি সরাসরি ম্যাচ দেখতে পাবেন। ডিডি স্পোর্টসে লাইভ টেলিকাস্ট করা হবে গোটা সিরিজ।
Virat Kohli Century : দুরন্ত শতরান, সেঞ্চুরিতে সচিনকে স্পর্শ কোহলির
ভারতের বিরুদ্ধে প্রথমে তিনটি একদিনের ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। প্রথম একদিনের ম্যাচটি ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে হায়দরাবাদে। ২১ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ রায়পুরে এবং ২৪ জানুয়ারি তৃতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ইন্দোরে। একদিনের সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে রাঁচিতে, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ লখনউতে অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি। এবং সিরিজে শেষ ম্যাচ আহমেদাবাদে ১ ফেব্রুয়ারি।
Rohit Sharma Fan : খুদে ভক্তর কান্না দেখে এগিয়ে গেলেন রোহিত, তারপর...‌ দেখে নিন ভাইরাল ভিডিয়ো
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা যথেষ্ট কঠিনই হবে ভারতের কাছে। মহম্মদ সিরাজ, বিরাট কোহলি, রোহিত শর্মাদের এবার আসল চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নিউ জিল্যান্ড দলে যেমন রয়েছেন ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, টম লাথাম, মাইকেল ব্রেসওয়েল, ড্যারিল মিচেলের মতো ব্যাটাররা। তেমনই রয়েছেন ফিন অ্যালেন, ডাউগ ব্রেসওয়েল, হেনরি নিকোলসের মতো জোরে বোলাররা। তবে ভারতীয় দল যে তৈরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজেই তার প্রমাণ করে দিয়েছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজরা।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর