অ্যাপশহর

আজ অভিষেক হতে পারে সিরাজের

কোটলা থেকে সার্চলাইট ঘুরে গিয়েছে রাজকোটে৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি৷

EiSamay.Com 4 Nov 2017, 12:18 pm
এই সময়: কোটলা থেকে সার্চলাইট ঘুরে গিয়েছে রাজকোটে৷ সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টি৷ জিতলে সিরিজ ভারতের৷ কিন্ত্ত যদি হারতে হয় , তা হলে সিরিজের নিষ্পত্তি হবে তিরুবনন্তপুরমে৷ আগের ম্যাচে কোটলায় শুরুতে পরপর শিখর ধাওয়ান ও রোহিত শর্মার ক্যাচ ফেলে দেওয়ার খেসারত দিয়েছে নিউ জিল্যান্ড৷ অথচ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ড বিশ্বের এক নম্বর টিম৷
EiSamay.Com india vs new zealand axar patel knows that good performance can keep his place in the team
আজ অভিষেক হতে পারে সিরাজের


ক্যাচ মিসের জন্য কোনওরকম অজুহাত দিতে চাননি অধিনায়ক কেন উইলিয়ামসন৷ বলছেন , ‘শিশির বা অন্য কিছু ক্যাচ পড়ার জন্য কোনও অজুহাত হতে পারে না৷ আমাদের ফিল্ডিং একেবারেই ভালো হয়নি৷ তার মাশুল দিতে হয়েছে ম্যাচে৷ রাজকোটে আশা করি , একই ভুল হবে না৷ ’ একদিনের সিরিজে ভারত ২-১ জিতেছিল৷ কোটলায় প্রথম ম্যাচে টি-টোয়েন্টিতে নিউ জিল্যান্ডকে দেখে মনে হয়নি , ২০২ তাড়া করতে পারে নিউ জিল্যান্ড৷ অন্যদিকে , বিরাটের নেতৃত্ব ভারত ওয়ান ডে সিরিজে প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরে ওয়ান ডে ও টি-টোয়েন্টি মিলে পরপর তিনটে ম্যাচ জিতেছে৷ ব্যাটসম্যানরা যেমন রান পাচ্ছেন , ঠিক তেমনই বোলাররা নিজেদের দায়িত্ব যথাযথ পালন করেছেন৷ যুজবেন্দ্র চাহল ও অক্ষর প্যাটেল আগের ম্যাচে লাইন ও লেংথে নিখুঁত থেকেছেন৷ সৌরাষ্ট্রে আকর্ষণের কেন্দ্রে থাকছেন শ্রেয়স আয়ার৷

২০১৪ সাল থেকেই ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে আসছেন শ্রেয়স৷ কিন্ত্ত মু্ম্বই ব্যাটসম্যানের সামনে এখনও সেই সুযোগ আসেনি৷ কোটলায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিনি টিমে ছিলেন , কিন্ত্ত ব্যাট করার সুযোগ পাননি৷ বিশ্বকাপের আগে এখনও ওয়ান ডে -তে চার নম্বর জায়গা নিয়ে দোনামোনায় ভারত৷ সেই জায়গায় শ্রেয়স নিজেকে দাঁড় করিয়ে ফেলতে পারেন বলে অনেকে মনে করছে৷ আবার আজ অভিষেক হতে পারে হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজের৷ তা হলে অবশ্য ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরার মধ্যে একজনকে বসতে হবে৷ আবার দু’জনকে খেলিয়েও সিরাজকে খেলানো হতে পারে৷ সে ক্ষেত্রে কমানো হবে একজন ব্যাটসম্যান৷ ও দিকে , কিউয়ি বোলারদের মধ্যে কোটলায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েই চোখ টেনেছেন লেগস্পিনার ভারতীয় বংশোদ্ভূত ইস সোধি৷

কোটলার ম্যাচে যেখানে ৩৫১ রান উঠেছিল , সেখানে ইকনমির দিক থেকে সোধি ছিলেন দুই টিম মিলিয়ে দ্বিতীয় সেরা বোলার৷ কাজেই রাজকোটে প্রথম এগারোয় তাঁকে দেখতে পাওয়া উচিত৷ কিছুদিন আগেও টি-টোয়েন্টি টিমে নিশ্চিত ছিলেন না রস টেলর৷ কিন্ত্ত এখন টিমের যা অবস্থা , অভিজ্ঞতার জন্য তাঁকে খেলানো হতে পারে৷ রাজকোটের উইকেটে কোনওরকম ঘাস নেই৷ এই উইকেট বরাবরই ব্যাটসম্যানদের সাহায্য করে , এখানেও ব্যতিক্রম হওয়ার কথা নয়৷ কম পক্ষে ২০০ রান ইনিংসে উঠতেই পারে৷ নিউ জিল্যান্ডকে যদি টি-টোয়েন্টিতে এক নম্বর থাকতে হয় , তা হলে সিরিজের বাকি দুটি ম্যাচ জিততে হবে৷ এখানকার উইকেটের সঙ্গে পরিচিত অক্ষর প্যাটেল৷ বলছেন , ‘এখানকার উইকেটে তেমন বাউন্স নেই৷ কিন্ত্ত বল স্কিড করবে৷ আইপিএলে যেমন উইকেট হয় , তেমনই হবে৷ ’আবার আরও একটা ব্যাটিং রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছেন বিরাট কোহলি৷ এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রান ব্রেন্ডন ম্যাকালামের (২১৪০ )৷ তার পরেই আছেন তিলকরত্নে দিলশান৷

দিলশানকে ছাড়িয়ে যেতে বিরাটের আর মাত্র ১২ রান দরকার৷ অনেকেই মনে করছেন , দিলশান তো বটেই ম্যাকালামকে টপকানোটাও স্রেফ সময়ের অপেক্ষা৷ নিউ জিল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরেই ভারতে আসছে শ্রীলঙ্কা৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত খেলবে তিনটি টেস্ট , তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি৷ ইতিমধ্যেই সেই সিরিজে বিশ্রাম চেয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ সে ক্ষেত্রে টিমের ক্যাপ্টেন্সির দায়িত্ব থাকবে রোহিত শর্মার উপর৷ এখন সব টিমই বিশ্বকাপ মাথায় রেখে এগোচ্ছে৷ বিশ্বকাপের আর ঠিক দেড় বছর সময় আছে৷ কাজেই সব টিমই নিজেদের ফাঁকফোকর মেরামতের চেষ্টা করছে৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল