অ্যাপশহর

লর্ডস টেস্ট জিতে দেশবাসীকে 'উপহার' বিরাট কোহলির

কোহলি ব্রিগেডের আত্মবিশ্বাস সমস্ত প্রতিবন্ধকতাকে আজ চুরমার করে দিল। ১২০ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। নটিংহ্যাম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছিল।

EiSamay.Com 17 Aug 2021, 12:01 am
এই সময় ডিডিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে আনল ভারতীয় ক্রিকেট দল। আজ ম্যাচের দ্বিতীয় ইনিংসে খেলা একেবারে টানটান উত্তেজনায় পৌঁছে যায়। হাতে বাকি ছিল ১০ ওভারের কম সময়। কিন্তু, কোহলি ব্রিগেডের আত্মবিশ্বাস সমস্ত প্রতিবন্ধকতাকে আজ চুরমার করে দিল। ১২০ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড ক্রিকেট দল। আর সেইসঙ্গে ভারত ১৫১ রানে দ্বিতীয় টেস্ট ম্যাচে জয় লাভ করে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
EiSamay.Com Virat Kohli
ম্যাচের মধ্যে টেনশনে বিরাট কোহলি, ছবি সৌজন্য - টুইটার


নটিংহ্যাম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়ে গিয়েছিল। নাহলে ওখানেও যে ভারতীয় ক্রিকেট দলের কাছে জয়ের একটা সুবর্ণ সুযোগ ছিল, সেটা কেউই অস্বীকার করতে পারবেন না। সেই আক্ষেপটা কোহলি অ্যান্ড কোম্পানির ছিলই। লর্ডস টেস্টে সেই আক্ষেপটাই যেন সুদে-আসলে মিটিয়ে নিল ভারতীয় ক্রিকেট দল। ম্য়াচের পর বিরাট কোহলি বললেন, 'গোটা দলের উপর আমি আজ অত্যন্ত গর্বিত। নিজেদের পরিকল্পনা অনুসারেই আমরা আজ খেলতে পেরেছি। ব্যাট হাতে আমরা অসাধারণ পারফরম্যান্স করেছি। এই উইকেট থেকে প্রথম তিনদিন আমরা কোনও সুবিধা পাইনি। তবে দ্বিতীয় ইনিংসে আমরা যেভাবে খেলেছি, চাপের মুখে, তা এককথায় অসাধারণ। আলাদা করে জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামির কথা বলতেই হবে।'

সঙ্গে কোহলি যোগ করেন, 'আমরা আশা করেছিলাম, ৬০ ওভারের মধ্যেই ম্যাচটা জিতে ফেলতে পারব। কিন্তু, ওরা যথেষ্ট লড়াই করেছে। মাঠের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হলে, সেটা জয়ের জন্য আরও বেশি করে মোটিভেট করে।' তবে আজ দিনের শুরুতেই ২২ রানে ফিরে যান ঋষভ পান্থ। অন্যদিকে অলি রবিনসনের বলে ১৬ রানে LBW হলেন ইশান্ত শর্মা। এরপর লড়াই শুরু করেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামি। ৫৭ বলে আজ নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন বাংলার এই স্পিডস্টার। ভারতের দ্বিতীয় ইনিংসে তিনি ৫৬ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ৩৪ রানে নট আউট থাকেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় ক্রিকেট দল আট উইকেটে ২৯৮ রান তোলার পর বিরাট কোহলি ইনিংস ডিক্লেয়ার করে দেন।

বিরাটের কথায়, 'এই প্রথমবার লর্ডসের মাঠে টেস্ট ক্রিকেট খেলতে নামল মহম্মদ সিরাজ। কী দারুণ বলটাই না ও করল! গতবার যখন ইংল্যান্ড সফরে আমরা এসেছিলাম, সেইবার ইশান্ত দুর্দান্ত বোলিং করেছিল। আমরা ঠিক করেছিলাম, ৬০ ওভারের মধ্যেই ম্যাচটাকে গুটিয়ে ফেলব।' বিরাট ইনিংস ডিক্লেয়ার করার পর ইংল্যান্ডের ব্যাটি ব্রিগেড যে এত দ্রুত নতি স্বীকার করে ফেলবে, সেটা কেউ কল্পনা করতে পারেনি। ইংরেজ ব্যাটসম্যানদের মধ্যে সবথেকে বেশি রান করেন অধিনায়ক জো রুট (৩৩)। জস বাটলার (২৫) আজ বেশ কয়েকটা লাইফলাইন পেলেও শেষপর্যন্ত তিনি তা কাজে লাগাতে পারলেন না। মঈন আলি (১৩) ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।

শেষকালে তিনি বলেন, 'আমাদের তরফ থেকে দেশবাসীকে দেওয়া এটাই সবথেকে বড় উপহার। তবে আরও তিনটে টেস্ট ম্যাচ খেলতে হবে। এই জয়কে আঁকড়ে ধরে বসে থাকলে হবে না।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল