অ্যাপশহর

Cheteshwar Pujara: পাঁচে পাঁচ! পূজারার দুঃস্বপ্ন হয়ে আর কতবার ফিরবেন অ্যান্ডারসন?

এই ম্যাচে বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে জেমস অ্যান্ডারসনকে। ইতিপূর্বে এই সিরিজে চেতেশ্বর পূজারাকে চারবারই আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন। সৌরাষ্ট্রের ব্যাটার যথাক্রমে ৪, ৯, ১, ৪ রান করেছিলেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 1 Jul 2022, 7:39 pm
ভারতীয় ক্রিকেট দলের ওপেনার চেতেশ্বর পূজারা ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম্যাচের প্রথম দিনে জেমস অ্যান্ডারসনের শিকার হলেন। এই ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে আয়োজন করা হয়েছে। ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই ম্যাচটা ভারতকে হয় ড্র করতে হবে নতুবা জিততে হবে। তাহলে ইংল্যান্ডের মাটিতে চতুর্থ টেস্ট সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। অন্যদিকে ইংল্যান্ডের সামনে আপাতত মান বাঁচানোর লড়াই।
এজবাস্টন টেস্টে কতটা খাটবে রাহুল ম্যাজিক?


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকস শুরুটা বেশ ভালোই করেছেন। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তিনি জানান, তাঁর দল রান করতেই বেশি পছন্দ করবে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্য়ান্স করেছে ব্রিটিশ ব্রিগেড এবং কিউয়িদের তারা হোয়াইটওয়াশ করেছে। টেস্ট ম্যাচের শেষদিনে ৫০ ওভারে ৩০০ রান তাড়া করে তারা জয়লাভ করেছে।
Rohit Sharma: করোনায় কাবু রোহিত শর্মা, ওপেনারের দৌড়ে এই ৩ ব্য়াটার
জসপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেট দলের ৩৬তম টেস্ট অধিনায়ক এবং তিনি জানান চেতেশ্বর পূজারা এবং শুভমন গিল ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে নামবেন। এই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল চারজন পেসার এবং স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা প্রথম একাদশে সুযোগ পেয়েছেন।
Rohit Sharma না খেললে কেমন হতে পারে Team India-র প্রথম একাদশ?
ইংল্যান্ডের হয়ে ইনিংস শুরু করেন জেমস অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন। শুভমন গিল খুব বেশিক্ষণ মাঠে সময় কাটাতে পারেননি। তিনি ১৭ রান করলেও চারটে বাউন্ডারি হাঁকিয়েছেন। কিন্তু, অ্যান্ডারসনের একটা ওয়াইড বলে খোঁচা মারতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন এবং আউট হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান।

চেতেশ্বর পূজারার উইকেটও শিকার করেন জেমস অ্যান্ডারসন

অন্যদিকে চেতেশ্বর পূজারার ব্যাটেও রানের খরা অব্যাহত। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে তিনি ৪৬ বল খেলে মাত্র ১৩ রান করেছেন। হাঁকিয়েছেন মাত্র তিনটে বাউন্ডারি। এছাড়া তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন হনুমা বিহারি। ম্যাথিউ পটস বেশ কয়েকটি কঠিন প্রশ্ন তুলে দেন।
পঞ্চম টেস্টে খেলছেন না Rohit Sharma, অধিনায়ক করা হল এই ক্রিকেটারকে!
দেখে নিন ভিডিয়োটি:

এই ম্যাচে বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যাচ্ছে জেমস অ্যান্ডারসনকে। ইতিপূর্বে এই সিরিজে চেতেশ্বর পূজারাকে চারবারই আউট করেছিলেন জেমস অ্যান্ডারসন। সৌরাষ্ট্রের ব্যাটার যথাক্রমে ৪, ৯, ১, ৪ রান করেছিলেন। আর এবার চতুর্থবার। অ্যান্ডারসনের ডেলিভারিকে ক্রাউলির হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেলেন। পূজারার দিকে অ্যান্ডারসনের হাত থেকে একটা নিখুঁত আউট সুইং ধেয়ে আসে। কিছুটা শর্ট পিচ ছিল বলটা। সেটা পূজারার ব্যাটের উপরের দিকে লাগে। আর সেইসঙ্গে সেটা স্লিপে চলে যায়। সেখানে ক্যাচ ধরতে কোনও ভুল করেননি ক্রাউলি।
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল