অ্যাপশহর

টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের, বড় রানের লক্ষ্যে বিরাট

কিন্তু কেন তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন? রুট বললেন, 'একথা ঠিক যে উইকেটে কিছুটা পরিমাণেও সবুজের ছোঁয়া রয়েছে। তবে মেঘলা আকাশের দিকে তাকিয়েই আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

EiSamay.Com 12 Aug 2021, 3:42 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। এই ম্যাচটি লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে আয়োজন করা হচ্ছে। আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
EiSamay.Com India England Toss
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত জো রুটের


টসে জিতে তিনি বললেন, 'আজ ইংল্যান্ড দলে মোট তিনটে পরিবর্তন করা হয়েছে। দলে এসেছেন মইন, হামিদ এবং উড। বাদ পড়েছেন ড্যান লরেন্স, জ্যাক ক্রলি এবং ব্রড। এই ম্যাচে খেলার জন্য একেবারে ফিট জেমস অ্যান্ডারসন।'

কিন্তু কেন তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন? রুট বললেন, 'একথা ঠিক যে উইকেটে কিছুটা পরিমাণেও সবুজের ছোঁয়া রয়েছে। তবে মেঘলা আকাশের দিকে তাকিয়েই আমরা প্রথমে বল করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।'

বৃষ্টির কারণে ভেসে গেছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ। সুতরাং এই ম্যাচে দুটো দলই যে জয়ের লক্ষ্যে মাঠে নামবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচেও যে বরুণদেবের চোখরাঙানি থাকবে, সেটা টস হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেছে। বৃষ্টির জন্য টস করার সময় কিছুটা হলেও পিছিয়ে গেল।

অন্যদিকে, টসে হারলেও প্রথমে ব্যাট করতে বিন্দুমাত্র অখুশি নন বিরাট কোহলি। তিনি বললেন, 'আমাদের একটা বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করতে হবে। দলে মাত্র একটাই পরিবর্তন করা হয়েছে। এই টেস্টে শার্দূল ঠাকুরের বদলে এসেছেন ইশান্ত শর্মা।'

দ্বিতীয় টেস্টেও ভারতীয় ক্রিকেট দলে জায়গা হয়নি রবিচন্দ্রন অশ্বিনের। বিরাটের কথায়, অশ্বিনকে প্রথম একাদশে রাখার চিন্তাভাবনা করা হলেও শেষপর্যন্ত উইকেটের দিকে তাকিয়ে চার সিমারকে নিয়েই মাঠে নামার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল