অ্যাপশহর

বৃষ্টিই 'ভিলেন', জেতা ম্যাচ হাত ছাড়া ভারতের

পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, শেষপর্যন্ত বৃষ্টির কারণে তা ড্র হয়। গতকাল দিনের শেষে ভারত এক উইকেট হারিয়ে ৫২ রান করেছিল।

EiSamay.Com 8 Aug 2021, 9:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : বৃষ্টি এবং খারাপ আবহাওয়ার কারণে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ (IND vs ENG 1st Test) ড্র হয়ে গেল। আজ অর্থাৎ ম্যাচের পঞ্চম দিন একটাও বল খেলা সম্ভব হয়নি। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় কার্যত নিশ্চিত ছিল। কিন্তু, শেষপর্যন্ত বৃষ্টির কারণে তা ড্র হয়।
EiSamay.Com Nottingham Test Draw
বৃষ্টির কারণে ড্র হয়ে গেল নটিংহ্যাম টেস্ট


এই ম্যাচে ইংল্যান্ডের প্রথম ইনিংস ১৮৩ রানে শেষ হয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেট দল প্রথম ইনিংসে ২৭৮ রান তুলেছিল। আর সেইসঙ্গে ৯৫ রানের লিড তারা নিয়ে নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩০৩ রানে গুটিয়ে যায়। এরমধ্যে ইংল্যান্ড অধিনায়ক জো রুট শতরান করেন। ভারতের এই ম্যাচে জয়ের জন্য ২০৯ রানের লক্ষ্যমাত্রা পায়। চতুর্থ দিন খেলা শেষ হওয়া পর্যন্ত ভারত এক উইকেট হারিয়ে ৫২ রান করেছিল। কিন্তু, আজ জয় হাতছাড়া হয়ে যায়।

চতুর্থ দিনের শেষে নটিংহ্যাম টেস্টের পরিস্থিতি যে জায়গায় ছিল, সেখান থেকে ভারতের একটা জয়ের জোরদার আশা ছিল। সারা দিনে মাত্র ১৫৭ রান করতে পারলেই এই ম্যাচটা জিততে পারত কোহলি ব্রিগেড। কিন্তু, আশঙ্কা একটাই ছিল। সেটা হল বৃষ্টি। আজ সকাল থেকে বরুণদেবের চোখরাঙানিতে মাঠে গড়াল না একটাও বল। বাকি দুটো সেশনে কতখানি খেলা হলেও একটা আশা তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছিল। কিন্তু, সেই জায়গাটাও আর রইল না।

পরের খবর