অ্যাপশহর

'ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে', ভারতীয় বোলারদের প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

ইংল্যান্ডকে ধরাশায়ী করার পিছনে ভারতের বোলিং লাইন আপের প্রশংসা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। মাঠে ভারত-পাকিস্তান শত্রু হলেও জসপ্রীত বুমরাহ ও বাকি ফাস্ট বোলারদের খেলার প্রশংসা করলেন তিনি।

Lipi 8 Aug 2021, 11:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : ইংল্যান্ড ব্যাটিং লাইন আপকে ধরাশায়ী করে দিয়েছে ভারতীয় বোলাররা। ইংরেজ অধিনায়ক জো রুটকে ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি ভারতের পেস ব্যাটারির সামনে। তাঁর ১০৯ রানের ইনিংসে ভর করে ৩০৩ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ম্যাচ জিততে ভারতের সামনে লক্ষ্যমাত্রা বেঁধে দেয় ২০৯ রানের।
EiSamay.Com Jasprit Bumrah
জসপ্রীত বুমরাহ, ছবি সৌজন্য - টুইটার


ইংল্যান্ডকে ধরাশায়ী করার পিছনে ভারতের বোলিং লাইন আপের প্রশংসা করলেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। মাঠে ভারত-পাকিস্তান শত্রু হলেও জসপ্রীত বুমরাহ ও বাকি ফাস্ট বোলারদের খেলার প্রশংসা করলেন তিনি। একটি ইউটিউবে চ্যানেলে সাক্ষাৎকারে ইনজামাম বলেন, 'প্রথম দিনে ওরা ওদের ফাস্ট বোলিংয়ের মাধ্যমে ভারতীয় দল সিরিজের সুর বেঁধে দেয়। ওরা প্রথমেই ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। উপমহাদেশীয় বোলারদের কাছে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে এই বল করাটা সবসময় কঠিন। ভারতের বোলাররা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মনোবল ভেঙে দেয়।'

তিনি আরও বলেন, 'বুমরাহ প্রথম ইনিংসে চারটে উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দেয়। জো রুট হাফ সেঞ্চুরি করলেও বুমরাহ ওকে কখনও স্বাভাবিক খেলা খেলতে দেয়নি। মহম্মদ শামি ও সিরাজও দুর্দান্ত। আমি ভারতের এরকম বোলিং লাইনআপ আগে দেখিনি।'

আগে বলা হত পাকিস্তান ফাস্ট বোলারদের আতুঁড় ঘর। কিন্তু এখন সেই ধারণা পাল্টেছে। ভারতের স্পিনিং ট্র্যাকেও যে ফাস্ট বোলাররা সোনা ফলাতে পারে তার প্রমাণ দিয়েছে বুমরাহ, শামিরা। সেই দাবিকেই মান্যতা দিলেন পাকিস্তানের এই কিংবদন্তী। বললেন, 'ভারতীয় দল খুব ভালো ফাস্ট বোলার তৈরি করেছে অতীতে। কিন্তু বর্তমানে ভারতীয় পেসারদের মধ্যে সেই জেদটা আছে।' এই টেস্টে যে ভারতের দিকে পাল্লা ভারী তা বুঝিয়ে দিলেন ইনজি। যদিও টেস্ট শুরু আগে ভারতেই ফেভারিট বলেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তিনি বলেছিলেন ভারত ৩-১ এ সিরিজ জিতবে।

প্রথম ইনিংসে চারটে উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে পাঁচটি উইকেট তুলে নেন বুমরাহ। যেখানে মহম্মদ সিরাজ ও শার্দুল ঠাকুর দুটো করে উইকেট নেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল