অ্যাপশহর

দক্ষিণ আফ্রিকায় টেস্টের আগে ১২ দিনের প্রস্ত্ততি চায় ভারত

আগামী বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার আগে সেই দেশে অন্তত ১২ দিনের প্রস্ত্ততি সারতে চায় ভারত৷

EiSamay.Com 18 Sep 2017, 1:01 pm
সব্যসাচী সরকার ■ চেন্নাই
EiSamay.Com india vs australia highlights ms dhoni hardik pandya power india to 26 run win over australia
দক্ষিণ আফ্রিকায় টেস্টের আগে ১২ দিনের প্রস্ত্ততি চায় ভারত

আগামী বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট খেলার আগে সেই দেশে অন্তত ১২ দিনের প্রস্ত্ততি সারতে চায় ভারত৷ দক্ষিণ আফ্রিকা বোর্ড চাইছিল , নতুন বছরের গোড়ায় ভারত একটা টেস্ট খেলুক৷ কিন্ত্ত সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েই প্রথম টেস্ট খেলতে হত ভারতকে৷ ভারতীয় বোর্ড এই প্রস্তাবে না করে দিয়েছে বলে ‘এই সময় ’-কে জানালেন এক বোর্ড কর্তা৷ ভারত অতীতে কখনও দক্ষিণ আফ্রিকা থেকে সিরিজ জিতে ফেরেনি৷ এ বার বিরাটের নেতৃত্বাধীন টিম সেই রেকর্ড বদলাতে মরিয়া৷ সে জন্য শাস্ত্রী -বিরাটরা বোর্ডকে অনুরোধ করেন , প্রথম টেস্ট শুরুর আগে অন্তত দুটি প্রস্ত্ততি ম্যাচ দক্ষিণ আফ্রিকায় খেলতে চায় ভারত৷ একটি দু’দিনের ম্যাচ , একটি চার দিনের ম্যাচ৷

ভারতের ঘরোয়া মরসুম শেষ হচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ দিয়ে৷ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড চলে যাওয়ার পরে শ্রীলঙ্কার ভারত সফর চলবে ১৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত৷ তিনটি টেস্ট , তিনটি ওয়ান ডে ও তিনটি টি -টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা৷ এ বার২৪ ডিসেম্বর সিরিজ শেষ হওয়ার পরে অন্তত সাত দিন বিশ্রাম চানক্রিকেটাররা৷ তারপর শুরু দক্ষিণ আফ্রিকা সফর৷

দক্ষিণ আফ্রিকা বোর্ডের প্রধান হারুনলরগ্যাট চাইছিলেন , নতুন বছরের গোড়ায় ২জানুয়ারি থেকে শুরু হোক প্রথম টেস্ট৷

ভারত তাতে না করে দিয়েছে৷ ভারতেরপ্রস্তাব অনুযায়ী প্রথম টেস্ট হতে পারে ১২জানুয়ারি থেকে৷ এর ফলে মহা ফাঁপরে দক্ষিণআফ্রিকা বোর্ড৷ কারণ অস্ট্রেলিয়ার দক্ষিণ আফ্রিকাসফর হওয়ার কথা ফেব্রুয়ারি -মার্চে৷ সেটাও পিছনো কঠিন , কারণ অজিক্রিকেটাররা এপ্রিলে ভারতে আসবেন আইপিএল খেলতে৷ কী ভাবে ভারতের সফর ও অস্ট্রেলিয়ার সফরের ক্রীড়াসূচি তৈরিকরা যায় , তা এখন নতুন করে ঠিক করতে হবে দক্ষিণ আফ্রিকারবোর্ডকে৷ ভারতের এই সফরে চারটি টেস্ট , পাঁচটি ওয়ান ডে ওতিনটি টি -টোয়েন্টি খেলার কথা৷ বল পুরোপুরি এখন দক্ষিণআফ্রিকার কোর্টে৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল