অ্যাপশহর

বৃষ্টিতে বাতিল INDvAUS ম্যাচ, T20-তে টানা সাত সিরিজ জিতে আচমকা ব্রেক!

ব্রিসবেনের বদলা মেলবোর্নে নেওয়া হল না মেন ইন ব্লুর।

EiSamay.Com 23 Nov 2018, 5:51 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ব্রিসবেনের বদলা মেলবোর্নে নেওয়া হল না মেন ইন ব্লুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দ্বিতীয় T20 ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জেরে। টসে জিতে অজিদের ব্যাট করতে পাঠালেও, বৃষ্টির কারণে রান তাড়া করা হয়নি কোহলিদের।
EiSamay.Com Match Cancelled


প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান তোলে অস্ট্রেলিয়া। ক্যাঙারুদের অধিকাংশ ব্যাটসম্যানই ব্যর্থ হন। শূন্য রানে আউট হন অজি অধিনায়ক ফিঞ্চ।

ভারতীয় বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ। ১টি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, ক্রুণাল পান্ডেয়া এবং যশপ্রীত বুমরা।

কিন্তু, অজিদের ব্যাটিংয়ের ১৯ তম ওভারেই বৃষ্টির জেরে ম্যাচ বন্ধ হয়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকার পর ডাকওয়ার্থ লুইস নিয়মে খেলা শুরুর সিদ্ধান্ত নেন আম্পায়াররা। ঠিক হয়, DLS অনুযায়ী, ১৯ ওভারে ১৩৭ হবে বিরাট কোহলিদের টার্গেট। কিন্তু, বৃষ্টির কারণে ম্যাচ শুরু করা যায়নি। পরে ১১ ওভারে ৯০ এবং ৫ ওভারে ৪৬ রানের টার্গেটও ঠিক করা হয়। কিন্তু, কোনও ক্ষেত্রেই ব্যাট শুরু করতে পারেননি কোহলি, রোহিত শর্মারা। ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা দু'বার ব্যাট হাতে নেমে এলেও, ফিরে যান। এরপরই ম্যাচ বাতিল ঘোষণা করেন আম্পায়াররা। এর জেরে তিন ম্যাচের T20 সিরিজে ০-১ পিছিয়ে থাকল ভারত।
প্রসঙ্গত, এর আগে টানা ৭টি T20 সিরিজ জিতেছিল কোহলি অ্যান্ড কোম্পানি। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যাওয়ায়, এবার সিরিজ জেতার সুযোগ থাকল না। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় T20 ম্যাচ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল