অ্যাপশহর

ডনকে পেরোনোর হাতছানি বিরাটের

এক দিকে ভালোবাসার মানুষের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট৷ অন্য দিকে রঙ্কিংয়ে পয়েন্টের বিচারে ইতিহাসে ঢুকে পড়া৷

EiSamay 21 Feb 2018, 9:59 am
এই সময় : এক দিকে ভালোবাসার মানুষের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট৷ অন্য দিকে রঙ্কিংয়ে পয়েন্টের বিচারে ইতিহাসে ঢুকে পড়া৷ আবার স্যার ডন ব্র্যাডম্যান-সহ এক ঝাঁক গ্রেটের রেকর্ড টপকে যাওয়ার হাতছানি৷ সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে সোশ্যাল মিডিয়া থেকে ক্রিকেট দুনিয়া বিরাট-ময়৷
EiSamay.Com india v south africa 2nd t20i run machine virat kohli in line to surpass don bradman
ডনকে পেরোনোর হাতছানি বিরাটের


ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে দেওয়ালে এক হাতে আঁকা ছবির ঢঙে পরস্পরকে আলিঙ্গন করে এক যুবক ও যুবতী৷ যদিও তাঁদের মুখ দেখা যাচ্ছে না৷ তবে মনে হচ্ছে , তাঁরা বিরাট ও অনুষ্কা৷ সেই ছবি পোস্ট করে , বিরাট কোহলি নিজেই ক্যাপশন দিয়েছে ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি৷ ’ এক ঘণ্টায় সাড়ে সাত লক্ষ লাইক পড়েছে সেই পোস্টে৷ সঙ্গে হাইপ্রোফাইল দম্পতির জন্য অসংখ্য শুভেচ্ছা৷

বিরাট -কীর্তি অবশ্য এ দিন শুধু ভালোবাসার বাইশ গজেই থেমে নেই৷ র্যাঙ্কিংয়ের পয়েন্টে নতুন পালক যোগ হল বিরাটের মুকুটে৷ ওয়ান ডে ব্যাটসম্যানের র্যাঙ্কিংয়ে ভারতীয় হিসেবে বিরাটই সর্বোচ্চ পয়েন্টে পৌঁছলেন৷ বিরাটের পয়েন্ট এখন ৯০৯৷ তিনিই প্রথম ভারতীয় যিনি ৯০০ পয়েন্টের গণ্ডি পেরোলেন৷ ২৭ বছর আগে ১৯৯১ সালে শেষ বার ৯০০ প্লাস পার করেছিলেন ডিন জোন্স (৯১৮ )৷ এখন ওয়ান ডে -তে এক নম্বর ব্যাটসম্যানও বিরাট৷ ওয়ান ডে -র ইতিহাসে মোট পয়েন্টে ক্যাপ্টেন কোহলি এখন সাত নম্বরে৷ আগে আছেন ভিভ রিচার্ডস (৯৩৫ পয়েন্ট , ১৯৮৫ সাল ), জাহির আব্বাস (৯৩১ , ১৯৮৩ ), গ্রেগ চ্যাপেল (৯২১ , ১৯৮১ ), ডেভিড গাওয়ার (৯১৯ , ১৯৮১ ), ডিন জোন্স (৯১৮ , ১৯৯১ ), জাভেদ মিয়াঁদাদ (৯১০ , ১৯৮৭ )৷ এখন ওয়ান ডে এবং টেস্ট দুই র্যাঙ্কিংয়েই ৯০০ -এর বেশি পয়েন্ট বিরাটের৷ যে কৃতিত্ব অতীতে একমাত্র ছিল এবিডির৷

এতেই শেষ নয়৷ এ বার বিরাট ব্র্যাডম্যানের ৮৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙার সামনে৷ ১৯৩০ সালে ইংল্যান্ড সফরে ডন প াঁচ টেস্টে করেছিলেন ৯৭৪ রান৷ সেটাই এখনও পর্যন্ত কোনও সফরে কারও সর্বোচ্চ স্কোর৷ দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট , ওয়ান ডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে এখনই ১৩ ইনিংসে বিরাট করে ফেলেছেন ৮৭০ রান৷ আজ ও শনিবার দুটো টি-টোয়েন্টি মিলিয়ে ১০৫ রান করলেই ডনকে ছাপিয়ে যাবেন বিরাট৷

আবার বিরাট যদি শেষ দুই ম্যাচে ১৩০ রান করে ফেলতে পারেন , তা হলে রিচার্ডসের পর তাঁরই হবে , এক সফরে এক হাজারের বেশি রান৷ ১৯৭৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে চার টেস্ট ও তিন ওয়ান ডে -তে ভিভের রান ছিল ১০৪৫৷

বিরাট -ময় দিন আবার নতুন সাফল্যের মুখ দেখলেন জশপ্রীত্ বুমরা৷ ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বোলারদের এক নম্বর জায়গায় চলে এলেন তিনি৷ দু’ধাপ এগিয়ে৷ এখন আফগানিস্তানের স্পিনার রশিদ খানের সঙ্গে ৭৮৭ পয়েন্ট নিয়ে যুগ্ম ভাবে শীর্ষে আছেন বুমরা৷ এক নম্বর থেকে সরলেন ইমরান তাহির৷ ১৯ বছরের রশিদই সবচেয়ে কম বয়সের ক্রিকেটার হিসেবে বোলারদের এক নম্বরে এলেন৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল