অ্যাপশহর

ভাঙল ব্র্যাডম্যান-দ্রাবিড়ের রেকর্ড, পরপর ৪ টেস্টে ৪ ডাবল সেঞ্চুরি বিরাটের

পরপর চারটি টেস্ট সিরিজ, পরপর চারটি ডাবল সেঞ্চুরি এবং হোম সিরিজে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধক রান।

EiSamay.Com 10 Feb 2017, 2:26 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: পরপর চারটি টেস্ট সিরিজ, পরপর চারটি ডাবল সেঞ্চুরি এবং হোম সিরিজে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধক রান - নিজেকে এই ক্লাসেই নিয়ে গিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে সিরিজের চতুর্থ দ্বিশতরানটি অনায়াসে সেরে ফেললেন বিরাট। ছাপিয়ে গেলেন ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়কেও।
EiSamay.Com india v bangladesh four series four test doubles for virat kohli
ভাঙল ব্র্যাডম্যান-দ্রাবিড়ের রেকর্ড, পরপর ৪ টেস্টে ৪ ডাবল সেঞ্চুরি বিরাটের


শুক্রবার ব্যাটিং শুরু করেছিলেন ১১ রান দিয়ে। কয়েক ঘণ্টার মধ্যেই ২৮ বছরের এই ব্যাটসম্যান পৌঁছে গেলেন ২০০ রানে। একইসঙ্গে ভেঙে ফেললেন বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড। ২০০৪-০৫ সাল থেকে সিরিজে সর্বাধিক ১১০৫ রানের রেকর্ড এতদিন ছিল সেহওয়াগের দখলে।

আর স্যার ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের দখলে এতদিন ছিল পরপর তিনটি টেস্টে পরপর তিনটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড। এদিন উপ্পল স্টেডিয়ামে বাউন্ডারি মেরে সেই রেকর্ড ভেঙে দেন ভারতীয় ক্যাপ্টেন। ২০০ রান করার জন্য মাত্র ২৩৯ টি বল খেলেছেন তিনি। লাঞ্চ বিরতির পর তাইজুল ইসলামের বলে LBW হয়ে ২০৪ রানে প্যাভিলিয়নে ফেরেন বিরাট।

#Virat Kohli on Friday became the first batsman to score four double centuries in four successive series after he went past the 200-run mark in the one-off Test against Bangladesh. He thus surpassed Sir Don Bradman and Rahul Dravid, who scored three double tons in three successive series.

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল