অ্যাপশহর

৯ উইকেটে হার ওয়েস্ট ইন্ডিজের, ঘরের মাঠে পর পর ৬ সিরিজে বিরাট দাপট

শেষ ম্যাচেও জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-১ জিতে নিল ভারত।

EiSamay.Com 1 Nov 2018, 6:07 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ ম্যাচেও জয় পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-১ জিতে নিল ভারত। তিরুবনন্তপুরমে দাপটের সঙ্গে ৯ উইকেটে ক্যারিবিয়ান বধ করে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি। এই নিয়ে ঘরের মাঠে পর পর ৬টা সিরিজ জিতল ভারত।
EiSamay.Com India Win
জয়ী ভারত।


গ্রিনফিল্ড স্টেডিয়ামের প্রথম ODI ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু, ভারতীয় বোলিংয়ের সামনে টিকতে পারেননি ক্যারিবিয়ানরা। মাত্র ৩১.৫ ওভারে ১০৪ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। রবীন্দ্র জাদেজা ৪ উইকেট যশপ্রীত বুমরা ২ উইকেট নেন। অন্যদিকে, ২ উইকেট নিয়ে পরীক্ষায় সসম্মানে পাশ করলেন বাঁ হাতি পেসার খলিল আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ODI টিমেও তাঁর জায়গা পাকা বলেই ধরে নেওয়া যায়।

আরও পড়ুন: 'বিরাটদের মেনুতে যেন বিফ না-থাকে', ক্রিকেট অস্ট্রেলিয়াকে বলল BCCI

১০৫ রানের টার্গেট তাড়া করতে বেশি সময় নেননি ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ১৪.৫ ওভারেই ম্যাচ পকেটে পুরে নেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। শিখর ধওয়ানের আউটের পর রোহিত (৫৪ বলে ৬২) এবং বিরাট (২৯ বলে ৩৩) রান করেন। আন্তর্জাতিক ODI কেরিয়ারের ২০০ তম ছক্কা হাঁকানোর পাশাপাশি চলতি বছরে ১০০০ রান পূর্ণ করলেন অর্ধশতরান করা রোহিত শর্মা।
ব্যাটিং ও ফিল্ডিং - দুই বিভাগেই চূড়ান্ত ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। তাই 'গডস ওন কান্ট্রি'তে শেষ ODI জিতে ৩-১ সিরিজ জিতে নিলেন কোহলি অ্যান্ড কোং।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল