অ্যাপশহর

ঝুলনেই কাত ইংল্যান্ড, ‘কাপ থেকে ঠোঁটের দূরত্ব’ ২২৯ রানের

সারা টেলর এবং নাতালি শিভারের কংক্রিটের মতো জমে যাওয়া জুটি শুধু ভাঙলেনই না, এক ওভারে পর পর ২টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বড় রান তোলার রাস্তা বন্ধ করলেন বঙ্গতনয়া।

Ei Samay 23 Jul 2017, 6:41 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সম্ভবত নিজের শেষ বিশ্বকাপ খেলছেন ঝুলন। বোধহয় শেষ বিশ্বকাপ ফাইনালও। স্মরণীয় করে রাখলেন এই ম্যাচ। বোলিং ফিগারের দিকে তাকালেই বোঝা যাবে, ১০-৩-২৩-৩। সারা টেলর এবং নাতালি শিভারের কংক্রিটের মতো জমে যাওয়া জুটি শুধু ভাঙলেনই না, এক ওভারে পর পর ২টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বড় রান তোলার রাস্তা বন্ধ করলেন বঙ্গতনয়া।
EiSamay.Com india require 229 to win wwc 2017
ঝুলনেই কাত ইংল্যান্ড, ‘কাপ থেকে ঠোঁটের দূরত্ব’ ২২৯ রানের


৪৭ রানে ওপেনার উইনফিল্ড আউট হওয়ার পর দুরন্ত ফর্মে থাকা সারা টেলর ক্রিজে আসেন। দলগত ৬০ রানে দ্বিতীয় ওপেনার বিমাউন্ট এবং ৬৩ রানে ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট প্যাভিলিয়নে ফিরতে যে কঠিন পরিস্থিতি তৈরি হয়, তা থেকে বার করেন টেলর-শিভার জুটি। চতুর্থ উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেয়। তার সঙ্গে ধুঁকতে থাকা রান রেটও মেরামত করেন তাঁরা।

দেখুন পুরো স্কোরবোর্ড

ম্যাচে যখন ইংল্যান্ড ফিরে আসছে সে সময় ঘটল ঝুলন-ম্যাজিক। ৩৩তম ওভারে পর পর ২ বলে টেলর এবং ফ্রান উইলসনকে তুলে নেন তিনি। পরের ওভারে এসে শিভারকেও প্যাভিলিয়নের রাস্তা ধরান। শেষ পর্যন্ত ক্যাথরিন ব্রান্ট এবং জেনি গান-এর সৌজন্য ৫০ ওভারে ২২৮ রান তোলে ইংল্যান্ড।

প্রথম ইনিংসের শেষে ঝুলন বলেন, ‘উইকেট একটু স্লো এবং লো ছিল। বাউন্স পাচ্ছিলাম না তাই অফ স্টাম্প লাইনে গুড লেংথে বল ফেলার চেষ্টা করছিলাম। সেটাই কাজে এল।’ এখন মিতালি-রা শুধুমাত্র উইকেটে টিঁকে থাকলেই প্রথমবার বিশ্বকাপের স্বাদ পাবে ভারতের মেয়েরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল