অ্যাপশহর

ভারতে পাক ক্রিকেটারদের ছবি সরানো দুঃখজনক: PCB

পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জাইশের হামলায় পুলওয়ামায় ৪৯ ভারতীয় সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার জেরে মুম্বই, পঞ্জাবের মোহালি ও জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে থাকা কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলেছে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড।

EiSamay.Com 19 Feb 2019, 12:43 am
এই সময় ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের জেরে ভারতীয় স্টেডিয়াম থেকে ইমরান খান-সহ অন্যান্য পাক ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলার ঘটনাকে 'দুঃখজনক' বলে উল্লেখ করল পাক ক্রিকেট বোর্ড পিসিবি।
EiSamay.Com cricket pb


পিসিবি'র ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের প্রতিক্রিয়া, ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তানি ক্রিকেটারদের মুখ যেভাবে আচ্ছাদন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে বা ছবি সরিয়ে ফেলা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা সবসময় বিশ্বাস করি, খেলা ও রাজনীতিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। দু'টির জায়গা পৃথক। আগামী মাসে বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ড ও আইসিসির কাছে পাড়বেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জাইশের হামলায় পুলওয়ামায় ৪৯ ভারতীয় সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার জেরে মুম্বই, পঞ্জাবের মোহালি ও জয়পুরের মানসিংহ স্টেডিয়ামে থাকা কিংবদন্তি পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরিয়ে ফেলেছে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল