অ্যাপশহর

টেস্টে এক নম্বরেই বিরাটরা

টেস্টে বিশ্বের এক নম্বর দলের স্থান ধরে রাখল ভারত। ১২৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে বিরাটরা।

EiSamay.Com 18 May 2017, 8:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: টেস্টে বিশ্বের এক নম্বর দলের স্থান ধরে রাখল ভারত। ১২৩ পয়েন্ট পেয়ে শীর্ষে রয়েছে বিরাটরা। দ্বিতীয় স্থানে ১১৭ পয়েন্ট পেয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৩ পয়েন্টের ব্যবধান কমিয়ে তারা ৬ পয়েন্টে নামিয়ে এনেছে। অন্য দিকে ৮ পয়েন্ট হারিয়েও তিন নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
EiSamay.Com india maintain top position in icc test rankings
টেস্টে এক নম্বরেই বিরাটরা


চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড। ৯৯ পয়েন্ট পেয়ে তারা অস্ট্রেলিয়ার ঘাড়ে নিশ্বাস ফেলছে। ২ পয়েন্ট কম পেয়ে পঞ্চম স্থানে রয়েছে কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের পরেও রেটিংয়ে বিশেষ কোনও পরিবর্তন হল না পাকিস্তানের। ৯৩ পয়েন্ট নিয়ে তারা রয়েছে যষ্ঠ স্থানে। ২ পয়েন্ট কম ৯১ পয়েন্টে পেয়ে সপ্তম স্থানে রয়েছে শ্রীলঙ্কা।

অস্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং জিম্বাবোয়ে। ক্যারিবিয়ানরা রয়েছে ৭৫ পয়েন্টে। ৬ পয়েন্ট কমে ৬৯ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রয়েছে নবম স্থানে। আপাতত ০ পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছে জিম্বাবোয়ে।

ইংরেজিতে পড়তে ক্লিক করুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল