অ্যাপশহর

India vs England: ভারতীয় দলে তৃতীয় আঘাত, ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন সুন্দর

৪ তারিখ থেকে শুরু India vs England সিরিজ... তার আগেই একের পর এক ক্রিকেটারের চোট পেয়ে ছিটকে যাওয়ায় বিপাকে ভারতীয় দল...

EiSamay.Com 23 Jul 2021, 9:31 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বিপাকে ভারত। আঙুলে চোটের কারণে পুরো ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন Washington Sundar। রিজার্ভ পেসার আবেশ খানের পর আঙুলে চোট পেয়ে দলের বাইরে এবার ওয়াশিংটন সুন্দর। এই সিরিজে মাঝপথে ছিটকে যাওয়া তৃতীয় ক্রিকেটার সুন্দর।
EiSamay.Com washington sundar
Photo Courtesy-Twitter


চোটের কারণে আগেই ফিরে গিয়েছেন শুভমন গিল। shin injury-এর কারণে তাঁর আট সপ্তাহের আগে খেলার কোনও সুযোগই নেই। আবেশ খানেরও আঙুলে চোট। জানা গিয়েছে ডারহামে অনুশীলন ম্যাচ খেলার সময় চোট পান অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। কাউন্টি খেলছিলেন তিনি।

৪ অগাস্ট থেকে শুরু ইংল্যান্ড সিরিজ। তার আগেই ভারতীয় দলের একের পর এক চোট আঘাতে ছিটকে যাচ্ছেন ক্রিকেটাররা। ওয়াশিংটন সুন্দরের পরিবর্ত হিসেবে দলে সুযোগ পেতে পারেন অক্ষর পটেল। বর্তমানে ভারতের স্পিন ব্রিগেডে রয়েছে রবীন্দ্র জাডেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের মতো দুই অভিজ্ঞ বোলার।

অন্যদিকে, করোনা মুক্ত হয়ে দলে ফিরলেন ঋষভ পন্থ। কোভিড-১৯ কে হারিয়ে টিম ইন্ডিয়ার বায়ো বাবলে যোগ দিলেন ভারতের তরুণ উইকেট কিপার। বৃহস্পতিবার সকালে টুইট করে BCCI-এর পক্ষ থেকে ঋষভের করোনা মুক্ত হওয়ার কথা জানানো হয়েছে।

'ফিরে এসেছি চ্যাম্পিয়নের মতো', দ্রাবিড়ের ভোকাল টনিক ভাইরাল নেট পাড়ায়

World Test Championship final-এর পরে ২০ দিনের ছুটিতে থাকার সময়ে করোনা আক্রান্ত হন ঋষভ পন্থ। ইংল্যান্ডে হাজির থাকলেও উইম্বলডন ও ইউরো দেখতে যেতে নিষেধ ছিল ক্রিকেটারদের। তবে তারপরেও ঋষভ ও আরও কয়েকজন ক্রিকেটার ইউরো কাপ দেখতে গিয়েছিল। ঋষভের টুইটারে ফুটবল গ্যালারির ছবিসহ পোস্টও রয়েছে। দেখা যাচ্ছে ছবিতে মাস্ক পরা নেই ঋষভের। ৩০ জুন এই ছবি পোস্ট করেন ঋষভ। তবে ঋষভ সুস্থ হয়ে উঠলেও ঋদ্ধিমান সাহা সহ দলের আরও তিন সদস্য এখনও ১০ দিনের আইসোলেশনে রয়েছেন। লন্ডনে তাঁরা টিম হোটেলে নিজেদের নির্দিষ্ট রুমে রয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল