অ্যাপশহর

NZvIND: সুপার ওভারে ফের রুদ্ধশ্বাস জয়! সিরিজে ৪-০ এগিয়ে ভারত

পরবর্তী ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামবে বিরাট কোহলির ভারত। চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুখবর।

EiSamay.Com 31 Jan 2020, 5:21 pm

হাইলাইটস

  • রোহিত শর্মার পরিবর্তে ওপেনে নেমে ব্যর্থ হন সঞ্জু স্যামসন।
  • তাঁর মতোই শিবম দুবেও যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন।
  • মণীশ পাণ্ডের হাফসেঞ্চুরির সুবাদে ১৬৫ পর্যন্ত পৌঁছতে পারে টিম ইন্ডিয়া।

EiSamay.Com India Wins
ওয়েলিংটনে টিম ইন্ডিয়া!
এই সময় ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ এগিয়ে থেকেও নিয়মরক্ষার ম্যাচকে যে হালকা ভাবে নেবেন না, তা আগেই জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর হ্য়ামিল্টনের পর ওয়েলিংটনেও ম্যাচ সুপার ওভারে যাওয়ার পর সেই ম্যাচও জিতে ফিরলেন ভারত অধিনায়ক। সুপার ওভারে নিউ জিল্যান্ডকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজে ৪-০ এগিয়ে রয়েছে ভারত। চলতি বছরে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় ক্রিকেটের জন্য নিঃসন্দেহে সুখবর।

ওয়েলিংটনে টসে হেরে শুরু থেকেই চাপে ছিল টিম ইন্ডিয়া। বিশেষত রোহিত শর্মার পরিবর্তে ওপেনে নেমে ব্যর্থ হন সঞ্জু স্যামসন। তাঁর মতোই শিবম দুবেও যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন, তাতে প্রশ্ন অনেক উঠছিল। দ্রুত প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলিও। তবে মণীশ পাণ্ডের হাফসেঞ্চুরির সুবাদে ১৬৫ পর্যন্ত পৌঁছতে পারে টিম ইন্ডিয়া।


জয়ের জন্য সহজ ১৬৬ প্রয়োজন ছিল কিউয়িদের। মুনরোর ৬৪ ও সেইফোর্টের ৫৭-তে ভর করে তা করেও ফেলেছিল নিউ জিল্যান্ড। তবে গুরুত্বপূর্ণ সময়ে রস টেলরের উইকেট তুলে নেন শার্দুল ঠাকুর।

তবে ম্যাচ সুপার ওভারে গেলে প্রথমে ব্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩ রান করে ব্ল্যাক ক্যাপস'রা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দু'বলেই ছয় ও চার হাঁকান কে এল রাহুল। তবে রাহুল আউট হলেও টিমকে জয় পর্যন্ত টেনে নিয়ে যান অধিনায়ক বিরাট কোহলি।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল