অ্যাপশহর

৭ রানে প্রোটিয়া বধ, T20 সিরিজও ভারতের

ম্যাচের সেরা সুরেশ রায়না। ম্যান অফ দ্য সিরিজ ভুবনেশ্বর কুমার।

EiSamay.Com 25 Feb 2018, 1:28 am
এই সময় ডিজিটাল ডেস্ক: দলে ছিলেন না বিরাট কোহলি। গুরুদায়িত্ব ছিল রোহিত শর্মার কাঁধে। দিনের শেষে গর্বের হাসিতেই দায়িত্ব পালন করলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় তৃতীয় টি২০ ম্যাচে ৭ রানে জিতে সিরিজ ছিনিয়ে নিল ভারত। ম্যাচের সেরা সুরেশ রায়না। ম্যান অফ দ্য সিরিজ ভুবনেশ্বর কুমার।
EiSamay.Com india beat south africa by 7 runs to win series
৭ রানে প্রোটিয়া বধ, T20 সিরিজও ভারতের


১-১-এ সিরিজে সমতা থাকায় শনিবারের ম্যাচ আক্ষরিক অর্থেই দু'দলের কাছেই মরিয়া লড়াইয়ের ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে। সবচেয়ে বেশি রান করেন শিখর ধাওয়ান। ৪০ বলে ৪৭ রান করে রান আউট হন। তারপর শুরু হয় রায়না ঝড়। ২৭ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন রায়না। রোহিত শর্মা এদিনও ব্যর্থ। ৮ বলে ১১ রান করেন তিনি।

টি২০ ম্যাচে ১৭২ রান খুব বেশি না হলেও লড়াই করা যায়। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে প্রথম থেকেই চটাপে রাখে ভারত। দুর্দান্ত বল করেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট ভুবি।

গত ম্যাচে ক্লাসেন-ডুমিনি ঝড়ে উড়ে গিয়েছিল ভারত। এদি অবশ্য ৭ রানেই ক্লাসেনকে তুলে নেন ভুবনেশ্বর কুমার। ডুমিনিকে তুলে নেন শার্দূল ঠাকুর। হার্দিক পাণ্ডিয়া, সুরেশ রায়না ও যশপ্রীত বুমরা একটি করে উইকেট নিয়েছেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল