অ্যাপশহর

পাকিস্তানকে ১৮ গোলে হারল ভারত

দুরন্ত বাংলার দেবনীতা পাকিস্তানকে ১৮-০ গোলে হারাল ভারত এই সময়: এক, দুই গোল নয়। পাকিস্তানের বিরুদ্ধে ১৮-০ গোলে জয় ভারতের অনূর্ধ্ব ১৮ মেয়ে টিমের। ...

EiSamay.Com 25 Oct 2018, 9:00 am

দুরন্ত বাংলার দেবনীতা

পাকিস্তানকে ১৮-০

গোলে হারাল ভারত

এই সময়: এক, দুই গোল নয়। পাকিস্তানের বিরুদ্ধে ১৮-০ গোলে জয় ভারতের অনূর্ধ্ব ১৮ মেয়ে টিমের। তাইল্যান্ডের ছোনবুরিতে এএফসি কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানকে উড়িয়ে দিল অ্যালেক্স অ্যামব্রোজের টিম।

গোলের সংখ্যা গুনতে দরকার ছিল কম্পিউটারের। এক মিনিটের মাথায় গোল দেওয়া শুরু। শেষ হয়েছে ৮০ মিনিটে। ম্যাচে একাই পাঁচ গোল দিয়েছেন রেনু। পরিবর্ত নেমে তিনি পাঁচ গোল করেছেন। তিন গোল দিয়েছেন মনীষা। সবক'টি গোলই দ্বিতীয়ার্ধে। দুটো করে গোল দিয়েছেন দেবনীতা রায়, দয়া দেবী ও রোজা দেবী। দেবনীতা বাংলার ফুটবলার। হুগলি জেলার। ভারতীয় টিমে তিনিই বাংলার একমাত্র মুখ। চাপের মুখে পাকিস্তানের গোলকিপার ইমন ফৈয়াজ নিজের গোলে বল ঢুকিয়ে দেন। একটি করে গোল করেছেন পাপকি দেবী, জবমনি টুডু ও সৌম্যা।

সম্প্রতি পাকিস্তানকে এত গোলের ব্যবধানে হারাতে পারেনি ভারতের কোনও ফুটবল টিমই। বড় ব্যবধানে হেরে পাক কোচ মহম্মদ সিদ্দিকি বলছেন, 'পাকিস্তান তিন বছর ফিফার সাসপেনশনে ছিল। সবে নতুন করে আমরা শুরু করেছি। মেয়েদের ফুটবল নিয়ে এখনও সে ভাবে কাজ শুরু হয়নি। ফলে এই হার আমরা মেনে নিয়েছি।' ভারতের পরের দুটো ম্যাচ নেপাল (২৬ অক্টোবর) ও তাইল্যান্ডের (২৮ অক্টোবর) বিরুদ্ধে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল