অ্যাপশহর

বৃষ্টি নিয়ে ক্ষুব্ধ ভিভ, সিরিজ সেরা অশ্বিন

দারুণ সুযোগ থাকা সত্ত্বেও সিরিজ ২-০ এর বেশি ব্যবধানে জেতা হল না বিরাট কোহলির ভারতের৷

EiSamay.Com 23 Aug 2016, 12:36 pm
এই সময় : একেই বলে সময়ের অপচয় !
EiSamay.Com ind wi series review r ashwin lord of the caribbean
বৃষ্টি নিয়ে ক্ষুব্ধ ভিভ, সিরিজ সেরা অশ্বিন


গত দু’দিন ধরে পোর্ট অফ স্পেনে বৃষ্টি না হওয়া সত্ত্বেও মাঠের দুরবস্থার জন্য পঞ্চম দিনেও খেলা শুরু করা গেল না৷ সকালে মাঠ দেখে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন৷ ফলে দারুণ সুযোগ থাকা সত্ত্বেও সিরিজ ২-০ এর বেশি ব্যবধানে জেতা হল না বিরাট কোহলির ভারতের৷ যে জন্য টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর থেকে দুই নম্বরে নেমে যেতে হল৷ দ্বিতীয় স্থান থেকে এক নম্বরে উঠে এল পাকিস্তান৷

চার টেস্টে দুটি সেঞ্চুরি সহ ২৩৫ রান এবং ১৭টি উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷

টেস্ট ইতিহাসে এটি তৃতীয় সংক্ষিপ্ততম টেস্ট৷ যেখানে পুরো এক সেশনও খেলা হয়নি৷ যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভিভিয়ান রিচার্ডস৷ বলেছেন , ‘বৃষ্টি শেষ দু’দিন না হলেও কেন ম্যাচ করা গেল না , তা নিয়ে ভাবতে হবে ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে৷ এই নিয়ে তদন্ত করা উচিত৷ ’ সুনীল গাভাসকরের মতে , অবিলম্বে কুইন্স পার্ক ওভালের মাঠের পরিকাঠামো উন্নত করা প্রয়োজন৷ দরকার সুপার সপার ও পিচ ঢাকার সুব্যবস্থা৷ না হলে এ ভাবে টেস্ট ম্যাচ পরিত্যক্ত হবে৷

তথ্যের খাতিরে , এই নিয়ে টানা তিনবার ওয়েস্ট ইন্ডিজ থেকে সিরিজ জিতল ভারত৷ এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়৷ এর আগে কোনও ভারতীয় টিম ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট জেতেনি৷

ম্যাচ শেষে অধিনায়ক বিরাট বলেন , ‘গত চারদিনে জিম আর প্লে -স্টেশনেই সময় কাটাতে হয়েছে৷ ব্যাপারটা হতাশাজনক৷ রোজ সকালে ঘুম থেকে উঠে জানতে পারা যে খেলা হবে না , এর চেয়ে বিরক্তিকর কিছু হয় না৷ ’ সঙ্গে যোগ করেন , ‘ ঋদ্ধির রান পাওয়া এবং সেঞ্চুরি এই সিরিজে আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি৷’৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল