অ্যাপশহর

সূর্যের আগুনে ছাড়খার লঙ্কা ব্রিগেড, চার উইকেট ভুবির

ব্যাটে এবং বলে শ্রীলঙ্কা যে এই ম্যাচে ডাঁহা ফেল করেছে, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্য়াচে লঙ্কা ব্রিগেড ৩৮ রানে হেরে গেল। ভুবনেশ্বর কুমার একাই চারটে উইকেট শিকার করেছেন।

EiSamay.Com 25 Jul 2021, 11:53 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : প্রথম টি-২০ ম্যাচেই শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেল ভারত। ব্যাটে এবং বলে শ্রীলঙ্কা যে এই ম্যাচে ডাঁহা ফেল করেছে, সেকথা আর বলার অপেক্ষা রাখে না। এই ম্য়াচে লঙ্কা ব্রিগেড ৩৮ রানে হেরে গেল। দুরন্ত বল করলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ভুবনেশ্বর কুমার। তিনি একাই চারটে উইকেট শিকার করেছেন। আর সেই সুবাদেই চলতি সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
EiSamay.Com Bhuvneshwar Kumar
ভুবনেশ্বর কুমার, ছবি সৌজন্য - টুইটার


টি-২০ ক্রিকেটে ২০০তম উইকেট শিকার করলেন ভুবনেশ্বর কুমার। ৩.৩ ওভারে মাত্র ২২ রান দিয়ে তিনি চার উইকেট শিকার করেন। আর সেই দৌলতেই ১২৬ রানে শেষ করল শ্রীলঙ্কার ইনিংস। একটা সময় ১৪ ওভারে ৪ উইকেটে শ্রীলঙ্কা ১০৪ রান করেছিল। কিন্তু, তারপরেই লঙ্কার ঝাঁঝ কমে যায়। বান্দারা ১৯ বল খেলে মাত্র ৯ রান করেন। ১৫তম ওভারে চাহাল দেন মাত্র ৩ রান।

আর তার পরের ওভারেই চাহার আশালঙ্কা এবং হাসারঙ্গাকে ফিরিয়ে ম্যাচটা ভারতের হাতের মুঠোয় নিয়ে আসেন। দলের বাকি ব্যাটসম্যানরা শুধুমাত্র আসা এবং যাওয়া ছাড়া আর বিশেষ কিছু করতে পারেননি। নিয়মিতভাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল উইকেট হারাতে পারে। অবশেষে ১৮.৩ ওভারের মধ্যে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনকা। তিনি জানিয়েছিলেন, প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে এই উইকেটের চরিত্র আরও ভালো হবে। আজ ভারতীয় ব্যাটসম্যানরা শুরুটা ভালো করলেও, শেষ করেন শ্রীলঙ্কার বোলাররা। শেষ পাঁচ ওভারে লঙ্কা ব্রিগেডের বোলাররা মাত্র ৪৩ রান দেন।

চামিরা এবং হাসারঙ্গা বল হাতে যথেষ্ট ভালো পারফর্ম করেন। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে জ্বলে ওঠেন অধিনায়ক শিখর ধাওয়ান এবং সূর্যকুমার যাদব। আজ সূর্যের ব্যাট থেকে ঝকঝকে একটা হাফসেঞ্চুরিও বেরিয়ে আসে। কিন্তু, তাঁরা আউট হওয়ার পর দলের বাকি ব্যাটসম্যানরা আর সেভাবে রান তুলতে পারেননি। শ্রীলঙ্কার বোলাররা একগাদা স্লোয়ার বল করেন। নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে ভারত।

এদিকে আবার এই ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। সঙ্গে সঙ্গে আর প্রেমদাসা স্টেডিয়ামের প্রেস বক্স বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, আপাতত এই প্রেস বক্স আর খোলা হবে না।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রবিবার এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। এই স্টেডিয়ামেই দুই দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের আয়োজন করা হয়েছে।

জানা গেছে, যতক্ষণ না পর্যন্ত এই স্টেডিয়াম থেকে করোনা নির্মূল করা হবে, ততদিন প্রেসবক্স বন্ধই থাকবে। কারণ প্রেস বক্সের মধ্যে কর্মরত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মীর শরীরে কোভিড ভাইরাসের উপস্থিতি টের পাওয়া গেছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল