অ্যাপশহর

ব্যাটে-বলে ঝকঝকে পারফরম্যান্স কোহলি অ্যান্ড কোংয়ের, ৭ উইকেটে হার অজি বাহিনীর!

রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে তারা। এর মধ্যে স্মিথের সংগ্রহ ১৩১ রান। টার্গেট তাড়া করতে নেমে জয় পেতে খুব একটা বিপাকে পড়তে হয়নি ভারতকে।

EiSamay.Com 19 Jan 2020, 9:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচে অপ্রতিরোধ্য জয় ভারতের। রবিবার বেঙ্গালুরুতে অজিদেরকে ৭ উইকেটে হারিয়ে দিল বিরাট কোহলি অ্যান্ড কোং। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে এই সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া।
EiSamay.Com cricket


রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে তারা। এর মধ্যে স্মিথের সংগ্রহ ১৩১ রান। টার্গেট তাড়া করতে নেমে জয় পেতে খুব একটা বিপাকে পড়তে হয়নি ভারতকে।

শুরুতেই লোকেশ রাহুলের উইকেট খোয়াতে হলেও ভারতকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেয় বিরাট কোহলি ও রোহিত শর্মার জুটি। ১১০ বল খেলে কেরিয়ারের ২৯তম ODI শতরান করেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি তাঁর অষ্টম সেঞ্চুরি। ব্যক্তিগত ১১৯ রানে অ্যাডাম জাম্পার বলে আউট হন রোহিত। আর ৯১ বলে ৮৯ রান আসে ক্যাপ্টেন কোহলির ব্যাট থেকে। যার দৌলতে ১৫ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত।

এ দিনই আরও একটি মাইলস্টোন গড়েন রোহিত। সৌরভকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে ৯০০০ ODI রান শিকারের কৃতিত্ব থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন ২০১৯ সালের ICC বর্ষসেরা ODI ক্রিকেটার। ২১৭ ইনিংস খেলে ৯০০০ একদিনের রানের মালিক হন তিনি। সৌরভ এই কৃতিত্ব অর্জন করেছিলেন ২২৮ ইনিংস খেলে। সচিন তেন্ডুলকরের লেগেছিল ২৩৫ ইনিংস, ব্রায়ান লারার লাগে ২৩৯ ইনিংস। এ ছাড়াও মহম্মদ আজহারউদ্দিন, সচিন, সৌরভ, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির পর সপ্তম ভারতীয় হিসেবে ৯০০০ ক্লাবের সদস্য হলেন ৩২ বছরের ক্রিকেটার।

সবচেয়ে কম ১৯৪ ইনিংসে দ্রুততম ৯০০০ ODI রানের রেকর্ড করেন বিরাট। এই এলিট লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স (২০৫ ইনিংস)।

আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি রোহিতের, ৩য় দ্রুততম হিসেবে 9K ODI রানের ক্লাবে প্রবেশ

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল