অ্যাপশহর

লাহোরে ক্রিকেট, ইমরানকে তোপ

শেষ পর্যন্ত লাহোরে সুষ্ঠু ভাবেই শেষ হল বহু আলোচিত পাকিস্তান ক্রিকেট লিগের ফাইনাল৷ কিন্ত্ত সেই আবহে বিতর্কের মুখে পড়ে গেলেন ইমরান খান৷

EiSamay.Com 7 Mar 2017, 10:00 am

লাহোর: শেষ পর্যন্ত লাহোরে সুষ্ঠু ভাবেই শেষ হল বহু আলোচিত পাকিস্তান ক্রিকেট লিগের ফাইনাল৷ কিন্ত্ত সেই আবহে বিতর্কের মুখে পড়ে গেলেন ইমরান খান৷ সোশাল মিডিয়ায় তোপের মুখে পাকিস্তানের বিশ্বজয়ী ক্যাপ্টেন৷

EiSamay.Com imran khan is on a hate list after lahore hosted this popular cricket final
লাহোরে ক্রিকেট, ইমরানকে তোপ


ব্যাপারটা কী? পিএসএল ফাইনাল লাহোরে হওয়া নিয়ে দিন কয়েক আগে ইমরানের টুইট ছিল, 'পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসুক, এটা আমার থেকে বেশি কেউ চায় না৷ কিন্ত্ত লাহোরে পিএসএল ফাইনাল আয়োজন করে কোনও লাভ হবে না, বরং এটা বেশ ঝুঁকি হয়ে যাবে৷ যদি ম্যাচে কোনও ঝামেলা হয়, তা হলে পরের যুগেও আমাদের পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে হবে৷'

পিএসএল ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি৷ ইমরান সেই টিমকে টুইটারে অভিনন্দনও জানান৷ কিন্ত্ত যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছে৷ ফাইনাল উপলক্ষে গদ্দাফি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস৷ দুই কিংবদন্তি ক্রিকেটারের নামে দুটি নতুন স্ট্যান্ডও তৈরি হয়৷ সেই ফাইনালে ইমরানের না থাকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হয়েছে৷

And God forbid if any mishap happens we can say goodbye to int cricket in Pak for the next decade https://t.co/5WkOJi0aWa — Imran Khan (@ImranKhanPTI) February 28, 2017
এ সবের সঙ্গে আবার পিএসএলে স্পট ফিক্সিং নিয়ে তদন্তের জন্য তিন সদস্যের জন্য ট্রাইবুনাল তৈরি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ তাতে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার ওয়াসিম বারি৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল