অ্যাপশহর

চ্যাপেল অধ্যায়ে সৌরভের কামব্যাকে সাহায্য করেছিলেন এই পাক ক্রিকেটার!

ক্রিকেট ভক্তদের কাছে সৌরভের কামব্যাক এক স্মরণীয় অধ্যায়

EiSamay.Com 2 Dec 2017, 4:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তাঁর পছন্দেই ভারতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল গ্রেগ চ্যাপেলকে। কিন্তু, দায়িত্ব নিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায়কেই সরিয়ে দিতে উদ্যোগী হন চ্যাপেল। ভারতীয় ক্রিকেট ইতিহাসে সৌরভ-চ্যাপেল অধ্যায় বহু আলোচিত।
EiSamay.Com imran khan helped sourav ganguly during greg chappell feud
চ্যাপেল অধ্যায়ে সৌরভের কামব্যাকে সাহায্য করেছিলেন এই পাক ক্রিকেটার!


যে সৌরভের হাত ধরে ২০০৩ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। তাঁকেই নিশানা করেছিলেন গ্রেগ। তবে দলের বাইরে গিয়েও দুর্ধর্ষ কামব্যাক করেছিলেন ‘মহারাজ’। ক্রিকেট তথা ক্রীড়া দুনিয়ায় যা সেরা কামব্যাক-গুলির মধ্যে অন্যতম।

ক্রিকেট ভক্তদের কাছে সৌরভের কামব্যাক এক স্মরণীয় অধ্যায়। তাই ‘ইন্ডিয়া টুডে’র অনুষ্ঠানে যখন সেই গ্রেগ-অধ্যায়ের প্রসঙ্গ সৌরভ তুললেন, তা ভাইরাল হতে বেশি সময় লাগেনি। ওই অনুষ্ঠানে ‘মহারাজ’ জানান, তাঁর কামব্যাকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খানের অবদান।

আরও পড়ুন: চেয়েছিলাম জাতীয় কোচ হতে, বললেন সৌরভ

‘২০০৬-র সময়। আমি এতটাই রেগে ছিলাম যে ইডেনে দৌড় শুরু করেছিলাম। ২১টা ল্যাপ দৌড়েছিলাম আমি। শেষের ৬-৭টা ল্যাপ রাগের কারণেই।’ বলেন সৌরভ। ঘটনাচক্রে ওই সময়ই লাহোরে ইমরান খানের সঙ্গে দেখা হয় সৌরভের। ‘ওই সময় লাহোরে ইমরান খানের সঙ্গে দেখা হয়েছিল। ভারতীয় ক্রিকেট সম্পর্কে সব খবরই তাঁর কাছে ছিল। উনি আমায় বলেছিলেন, যখন তুমি উচ্চতায় পৌঁছয়, কালো মেঘ ঘিরে ধরে। আরও উঁচুতে পৌঁছতে হলে, ওই মেঘ কাটিয়ে এগিয়ে যেতে হবে।’ প্রাক্তন ভারত অধিনায়ক জানান, ‘গোটা জীবন এই কথাগুলি মনে রাখব আমি।’ চ্যাপেল-অধ্যায় যে মানুষ হিসেবে তাঁকে ‘পরিণত’ করেছে, তাও জানান সৌরভ।

প্রসঙ্গত, শুধু সৌরভই নন, সচিন, জাহির, সহবাগ সহ-একাধিক ক্রিকেটারের সঙ্গেই সমস্যা তৈরি হয়েছিল গুরু গ্রেগের। আত্মজীবনী 'প্লেয়িং ইট মাই ওয়ে'তে গ্রেগ চ্যাপেলকে একহাত নেন সচিন। চ্যাপেলকে 'রিং মাস্টার' বলেও তুলোধোনা করেছিলেন মাস্টার ব্লাস্টার।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল