অ্যাপশহর

ওল্ড ট্র্যাফোর্ডে নিরাপত্তা বেড়ে দ্বিগুণ

গ্যালারিতে ভারতের ম্যাচে আগের ম্যাচগুলোয় প্রতিটিতে ছিলেন মোট ২৫০ জন স্টুয়ার্ড। এই ম্যাচে সেটা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। গ্যালারিতে যাতে কোনও ভাবে ম্যাচের সময় উত্তেজনা না ছড়ায়, তার জন্যও থাকবেন সাদা পোশাকের পুলিশ।

EiSamay.Com 16 Jun 2019, 11:09 am
সব্যসাচী সরকার, ম্যাঞ্চেস্টার
EiSamay.Com icc wc 19 india vs pakistan match security in old trafford


উত্তেজনার পারদ শহরে আকাশছোঁয়া, কিন্তু তার সঙ্গে তাল মেলাতে গিয়ে নাভিশ্বাস উঠেছে আইসিসি-র। বাড়াতে হচ্ছে দুটো টিমের নিরাপত্তা। ভারতের কথাই ধরা যাক। বিশ্বকাপের প্রতি ম্যাচে ভারতের ড্রেসিংরুমের চারপাশে থাকেন ১২ জন স্টুয়ার্ড। এই ম্যাচে সেটা বাড়িয়ে ২৪ করা হয়েছে।

গ্যালারিতে ভারতের ম্যাচে আগের ম্যাচগুলোয় প্রতিটিতে ছিলেন মোট ২৫০ জন স্টুয়ার্ড। এই ম্যাচে সেটা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। গ্যালারিতে যাতে কোনও ভাবে ম্যাচের সময় উত্তেজনা না ছড়ায়, তার জন্যও থাকবেন সাদা পোশাকের পুলিশ। সব সময়ই সক্রিয় থাকবে আইসিসি-র অ্যান্টি করাপশন ইউনিট। এতরকম ব্যবস্থা, কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ঢুকতে গেলে ভারতের কোনও ম্যাচ কেন্দ্রের মতো বাড়াবাড়ি নেই। সাংবাদিকদের জন্য দেওয়া পরিচয়পত্র থাকলে প্রবেশাধিকার মিলবে, সেখানে সারা গা হাত-পা টিপে তল্লাশি নেই।

ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকসংখ্যা ২৬ হাজারের মতো। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ম্যাচ দেখতে আসার কথা সমর্থকদের। শান্তিপূর্ণ পরিবেশেই এ দেশে বরাবর ভারত-পাকিস্তান ম্যাচ হয়ে এসেছে। দু'বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় বার্মিংহ্যামের এজবাস্টন আর লন্ডনের ওভালে একই টুর্নামেন্টে দু'বার খেলেছে ভারত-পাকিস্তান। কোথাও নিরাপত্তা নিয়ে সমস্যা হয়নি। আইসিসি কর্তাদের আশা, আজ যদি পুরো ম্যাচ হয়, বিশ্বকাপ একটা অন্য মাত্রা পাবে। কিন্তু যথারীতি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার বাড়া ভাতে ছাই দিতে পারে বৃষ্টি।

বেটিং নিয়ে কোনও সমস্যা নেই। এ দেশে বেটিং আইনসিদ্ধ। যে কেউ ল্যাডব্রোকস বা উইলিয়ম হিলের মতো সংস্থায় গিয়ে বাজি ধরতে পারেন। তবে বাজির দরে এগিয়ে ভারত।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল