অ্যাপশহর

ভারত থেকে সরতে পারে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ : সূত্র

আইপিএল ফাইনালের পরই এই টুর্নামেন্ট শুরু হবে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে।

EiSamay.Com 25 Jun 2021, 10:35 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : অবশেষে ভারত থেকে সরে যেতে পারে টি-২০ বিশ্বকাপের আসর। আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত হতে পারে টি-২০ বিশ্বকাপ। জানা গেছে, আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ১৬ দলের এই টুর্নামেন্ট চলবে। সূত্র থেকে এমন কথাই জানা গেছে।
EiSamay.Com T20 World Cup Trophy
ভারত থেকে সরতে পারে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ, ছবি সৌজন্য - টুইটার


আইপিএল ফাইনালের পরই এই টুর্নামেন্ট শুরু হবে। প্রসঙ্গত, ১৫ অক্টোবর আইপিএল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আয়োজিত হতে চলেছে। এই টুর্নামেন্টের দ্বিতীয় ভাগ আগামী ১৭ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে।

তবে বিসিসিআই এখনও এই বিষয়ে লিখিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কিছু জানায়নি। সূত্রের খবর, তবে ইতিমধ্যে এই বিষয়ে পরিকল্পনা শুরু হয়ে গেছে যে মধ্য প্রাচ্যে এই টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রাথমিক পরিকল্পনা অনুসারে, এই টুর্নামেন্ট দুটো ভাগে খেলা হবে। একটা খেলবে সংযুক্ত আরব আমিরশাহীতে, আর অন্যটা খেলবে ওমানে।

প্রথম রাউন্ডে রয়েছে ১২টি ম্যাচ। মোট আটটা দলের মধ্যে এই ম্যাচগুলো খেলা হবে। এরমধ্যে দুটো গ্রুপের সেরা চারটে দল শেষ ১২-র যোগ্যতা অর্জন করবে। এই আটটা দল হল - বাংলাদেশ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, নামিবিয়া, ওমান এবং পাপুয়া গিনি। এই আটটা দলের মধ্যেই শেষ ১২-র লড়াই হবে।

সূত্র থেকে জানা গিয়েছে, সুপার ১২ পর্যায়ে মোট ৩০টি ম্যাচ খেলা হবে। এই রাউন্ড আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে। সুপার ১২ রাউন্ডে আবার দুটো গ্রুপ হবে। সেখানে প্রত্যেকটা গ্রুপে ৬টি করে দল থাকবে। তারা দুবাই, আবু ধাবি এবং শারজায় ম্যাচ খেলবে। এরপর তিনটে প্লে-অফ ম্যাচ খেলা হবে। তারপর দুটো সেমিফাইনাল এবং সবশেষে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে।

যেহেতু সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমান মিলিয়ে প্রথম রাউন্ডের ম্যাচ আয়োজন করা হবে, সেক্ষেত্রে বিসিসিআই যথেষ্ট আত্মবিশ্বাসী যে সুপার ১২-য় সংযুক্ত আরব আমিরশাহীর প্রধান মাঠগুলোর উইকেট তারা পুনরায় ঠিকঠাক করে ফেলতে পারবে।

প্রসঙ্গত, চলতি মাসের ১ তারিখ আইসিসি'র পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে জুন মাসের শেষের মধ্যে জানিয়ে দিতে হবে, আদৌ ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা সম্ভব হবে কি না। কারণ করোনা অতিমারির কারণে ইতিমধ্যেই বিশ্ব ক্রিকেটে যথেষ্ট প্রভাব পড়েছে। আইসিসি ২০২০ সালের বিশ্বকাপ স্থগিত করেছেন। সেটা আসলে অস্ট্রেলিয়ায় আয়োজন করার কথা ছিল। কিন্তু, তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে ২০২১ সালে ভারতে আয়োজন করা হলেও ২০২২ সালে এই টুর্নামেন্ট অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে।

তবে ভারতে এই অতিমারি কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েকমাস আগেই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। শোনা যাচ্ছে, দূর্গাপুজোর সময় নাকি এই মহামারীর তৃতীয় ঢেউও আছড়ে পড়তে পারে। গত মে মাসে এই ভাইরাসের কারণেই মাঝপথে আইপিএল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছে বিসিসিআই।

এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড যে এই দেশে ক্রিকেট বিশ্বকাপের মতো একটা বড় আসর আয়োজন করতে পারবে না, সেটা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কারণ ম্যাচের তাগিদে বিভিন্ন শহরের মধ্যে ঘোরাফেরা করতে হবে। আর সেইসময়েই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। বিসিসিআই ইতিমধ্যে টি-২০ বিশ্বকাপ আয়োজনের জন্য ন'টি ভেন্যু ঠিক করে ফেলেছিল। কিন্তু, আইসিসি'র পর্যবেক্ষকের দল সবুজ সংকেত দেয়নি।

যদিও গত এপ্রিল-মে মাসের পর থেকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নিম্নমুখী, তবে জনস্বাস্থ্য উপদেষ্টারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চলতি বছরের শেষের দিকে ভারতে তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। আর এদিকে আইসিসি'র ডেডলাইনও শেষ হওয়ার মুখে এসে গেছে। সেকারণে বিসিসিআই যে সংযুক্ত আরব আমিরশাহীর দিকে পা বাড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল