অ্যাপশহর

Ian Chappell: ৪৫ বছরের কেরিয়ারে দাঁড়ি, কমেন্ট্রি থেকে অবসর ইয়ান চ্যাপেলের

বর্তমানে ৭৮ বছরে পা রেখেছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১৯৬৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত শীর্ষস্থানীয় ব্যাটার হিসেবে পারফর্ম করেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ৫,৩৪৫ রান করেছেন। পাশাপাশি অজি ক্রিকেট দলের হয়ে তিনি ৩০টি টেস্ট ম্যাচে তিনি নেতৃত্বও দিয়েছেন। পাশাপাশি তিনি ৩০টি একদিনের ম্যাচেও পারফরম্যান্স করেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর তিনি ধারাভাষ্যকার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।

Produced byকৌশিক বিশ্বাস | EiSamay.Com 16 Aug 2022, 7:34 pm
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রখ্যাত ইয়ান চ্যাপেল (Ian Chappell) প্রায় ৪৫ বছর পর সরিয়ে রাখলেন মাইক। অবশেষে তিনি ক্রিকেটের ধারাভাষ্য থেকে অবসর গ্রহণ করলেন। রিচি বেনো, বিল লরি এবং টনি গ্রেগের সঙ্গেই কমেন্ট্রি শুরু করেছিলেন ইয়ান চ্যাপেল। তাঁরা চারজন মিলে কমেন্ট্রির একটি জনপ্রিয় দল গঠন করেছিলেন। ২০১৯ সালে ইয়ান চ্যাপেলের ত্বক ক্যানসার ধরা পড়েছিল। প্রায় পাঁচ মাস পরে তিনি এই কর্কট ব্যাধির হাত থেকে সম্পূর্ণ মুক্তি পান।
EiSamay.Com Ian Chappell Main
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইয়ান চ্যাপেল, ছবি সৌজন্য - Twitter


সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদন অনুসারে চ্যাপেল জানিয়েছেন, "যখন আমাকে প্রথম কমেন্ট্রি করতে বলা হয়েছিল, তখন বিষয়টা নিয়ে আমি অনেকবার ভেবেছিলাম। কয়েকবছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। কিন্তু আমি ভাগ্যবান যে এই রোগের হাত থেকে আমি পুরোপুরি মুক্তি পেয়েছি। কিন্তু যতদিন এগোচ্ছে, ততই যেন সব বিষয়গুলো আমার জীবনে জটিল হয়ে যাচ্ছে। আমি মনে করি, এই বয়সে এত বিদেশ যাত্রার ধকল এবং সিঁড়ি দিয়ে ওঠা আমার পক্ষে যথেষ্ট পরিশ্রমের হয়ে যাচ্ছে।"

চ্যাপেল আরও বলেন, "এরপর আমি অবসর নিয়ে ব়্যাবিটসের (রাগবি লিগ কমেন্টেটর রে ওয়ারেন) মন্তব্য ভালো করে পড়ি। তাঁর কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে গিয়েছে। তিনি বলেছেন, আপনি ভুল করার থেকে মাত্র একটা বাক্য দুরে রয়েছেন।"

বর্তমানে ৭৮ বছরে পা রেখেছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার হয়ে তিনি ১৯৬৪ থেকে ১৯৮০ সাল পর্যন্ত শীর্ষস্থানীয় ব্যাটার হিসেবে পারফর্ম করেছেন। টেস্ট ক্রিকেটে তিনি ৫,৩৪৫ রান করেছেন। পাশাপাশি অজি ক্রিকেট দলের হয়ে তিনি ৩০টি টেস্ট ম্যাচে তিনি নেতৃত্বও দিয়েছেন। পাশাপাশি তিনি ৩০টি একদিনের ম্যাচেও পারফরম্যান্স করেছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর তিনি ধারাভাষ্যকার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চ্যানেল নাইনের সঙ্গে বহু বছর চুক্তিবদ্ধ ছিলেন ইয়ান চ্যাপেল। তিনি বলেন, কেরি প্যাকার আমাকে অনেকবার চ্যানেল থেকে বহিস্কার করার চেষ্টা করেছিল। যদিও শেষপর্যন্ত তা পারেনি।

কমেন্ট্রি থেকে ইয়ান চ্যাপেলের অবসর গ্রহণ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার সঞ্জয় মঞ্জরেকর বললেন, "উনি আমার আইডল ছিলেন, আমার মেন্টর ছিলেন। ইয়ান চ্যাপেলের সঙ্গে কমেন্ট্রি করা আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের থেকে কোনও অংশে কম ছিল না। শুভ অবসর চ্যাপেলি।"
লেখকের সম্পর্কে জানুন
কৌশিক বিশ্বাস
এগারো বছরেরও বেশি অভিজ্ঞতায় সমৃদ্ধ কৌশিক একজন দক্ষ বাংলা ডিজিটাল সাংবাদিক বর্তমানে এই সময় ওয়েবসাইটের স্পোর্টস ডেস্কের নেতৃত্ব দিচ্ছেন। পাঠকদের চাহিদা অনুযায়ী বিষয়বস্তু তৈরি করার দক্ষতা রয়েছে তাঁর। একজন উৎসাহী ক্রীড়া সাংবাদিক হিসাবে, তাঁর প্রধান উদ্দেশ্য তথ্যপূর্ণ নিবন্ধ তৈরি করা যা পাঠকদের সন্তুষ্ট করে। ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলির সর্বশেষ তথ্য সম্পর্কে তিনি সর্বদা ওয়াকিবহাল। কৌশিক বই পড়তে, ছবি তুলতে এবং নতুন রেসিপি নিয়ে পরীক্ষা করে অবসর যাপন পছন্দ করেন। তিনি নতুন ভ্রমণ গন্তব্য অন্বেষণ করতে বিশেষ আগ্রহী।... আরও পড়ুন

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল