অ্যাপশহর

বিরাট দুর্গে আমলার হামলা! ফের ভাঙল কোহলির রেকর্ড

চলতি বছরেই কোহলির আরেক রেকর্ড ভেঙেছিলেন আমলা

EiSamay.Com 17 Oct 2017, 4:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা। আর পড়শি দেশে প্রোটিয়া খেলোয়াড়ের এই শতরানই ট্রেন্ডিং ভারতে। কারণ, বাংলাদেশের বিরুদ্ধে শতরানের ফলে ফের একবার ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন আমলা।
EiSamay.Com hashim amla once again breaks virat kohlis record
বিরাট দুর্গে আমলার হামলা! ফের ভাঙল কোহলির রেকর্ড


১৬৬টি ইনিংস খেলে ২৬টি সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। যা এতদিন দ্রুততম হিসেবে রেকর্ড বুকে জায়গা করে নিয়েছিল। কিন্তু, ১৫৪টি ইনিংসে ২৬টি সেঞ্চুরি করে তা ভেঙে দিলেন আমলা। প্রসঙ্গত, চলতি বছরেই কোহলির আরেক রেকর্ড ভেঙেছিলেন আমলা। একদিনের ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড ছিল বিরাটের। ১৬৯টি ইনিংসে যা করেছিলেন ভারত অধিনায়ক। কিন্তু, প্রোটিয়া ব্যাটসম্যান মাত্র ১৫০টি ODI ম্যাচেই ৭ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েন।

যদিও এখনও ODI-তে দ্রুততম ৩০টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে বিরাট কোহলির। তবে আমলা যে গতিতে এগোচ্ছেন, তাতে সেই রেকর্ড নিয়েও সংশয় দেখছেন কোহলি-ভক্তরা।
Quinton de Kock put on a show as South Africa thrashed Bangladesh to take a 1-0 series lead #SAvBAN Report: https://t.co/jUugwYbccp pic.twitter.com/fpl2bZzc7g — ICC (@ICC) October 16, 2017 রবিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ যেতে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি’কুক ও হাসিম আমলার জোড়া সেঞ্চুরিতে ১০ উইকেটে ‘বেঙ্গল টাইগার’দের পর্যুদস্ত করে প্রোটিয়ারা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল