অ্যাপশহর

এক কাপ কফির জন্য অনেক দাম চুকিয়েছি: হার্দিক

হার্দিকের সংযোজন, 'এখন আর কফি খাই না আমি। তার চেয়ে গ্রিন টি-ই ভালো লাগে। বাজি ধরে বলতে পারি, আজকের তারিখেও যদি স্টারবাকে কফি কিনি, তার দামের থেকে আমার কাছে ওই কফিটার মূল্য অনেক বেশি ছিল। তাই আর কফি খাই না।'

EiSamay.Com 27 Apr 2020, 10:37 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এখন আর কফির ধারেকাছে যান না হার্দিক পান্ডিয়া। যেন কফি-আতঙ্ক হয়ে গিয়েছে তাঁর। আসলে 'কফি উইথ করণ'-এর পর অনেক বদল এসেছে ভারতীয় অলরাউন্ডারের জীবনে। দীনেশ কার্তিকের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময় সে সবই শোনালেন হার্দিক।
EiSamay.Com hardik pandya
অনেক বদল এসেছে ভারতীয় অলরাউন্ডারের জীবনে। অনুষ্ঠানের একটি দৃশ্য....


করণ জোহরের সেই টিভি শো-র কথা উঠতেই হার্দিককে বলতে শোনা গিয়েছে, 'এক কাপ কফির জন্য আমাকে প্রচুর দাম চোকাতে হল।' এখানেই শেষ নয়। হার্দিকের সংযোজন, 'এখন আর কফি খাই না আমি। তার চেয়ে গ্রিন টি-ই ভালো লাগে। বাজি ধরে বলতে পারি, আজকের তারিখেও যদি স্টারবাকে কফি কিনি, তার দামের থেকে আমার কাছে ওই কফিটার মূল্য অনেক বেশি ছিল। তাই আর কফি খাই না।'

আসলে ওই অনুষ্ঠানে মেয়েদের প্রতি অসম্মানসূচক মন্তব্য করেন হার্দিক। যার ফলে সোশ্যাল মিডিয়ায় ধিক্কারের সামনে পড়তে হয়। এরচেয়ে ভারতীয় টিম থেকেও বহিষ্কৃত ও সাসপেন্ড হন। তার পর অবশ্য ক্ষমা চেয়ে ফিরে আসেন হার্দিক ও সেই অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকা অন্য ক্রিকেটার লোকেশ রাহুল। কিন্তু বোঝাই যাচ্ছে, এখন দুঃসহ স্মৃতি ভোলেননি।

দীর্ঘ দিন চোটের জন্য জাতীয় টিমের বাইরে হার্দিক। আইপিএল ছিল তাঁর কামব্যাক টুর্নামেন্ট। কিন্তু লকডাউনের জন্য হার্দিককে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল