অ্যাপশহর

‘ধোনি’র মতো সুবিধা বাকিরা পায় না’, বিস্ফোরক অভিযোগ এই ক্রিকেটারের!

পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ দেওয়া হয়নি ধোনি বা অশ্বিনকে!!!

EiSamay.Com 26 May 2017, 6:37 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ICC চ্যাম্পিয়ন্স ট্রফির টিম ঘোষণা হয়ে গেছে। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে মেন ইন ব্লু। কিন্তু, তার আগেই টিম ইন্ডিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবং তাঁর নিশানায় দুই খেলোয়াড় – মহেন্দ্র সিং ধোনি এবং রবিচন্দ্রন অশ্বিন।
EiSamay.Com harbhajan singh says he doesnt get same privileges as ms dhoni
‘ধোনি’র মতো সুবিধা বাকিরা পায় না’, বিস্ফোরক অভিযোগ এই ক্রিকেটারের!


ভাজ্জির মতে, ‘আমি ধোনি বা অশ্বিনের মতো সুবিধা পাই না।’ NDTV-কে দেওয়া সাক্ষাৎকারে দেশের অন্যতম সেরা বোলার সাফ জানান, ‘সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ দেওয়া হয়নি ধোনি বা অশ্বিনকে।’ হরভজনের মতে, ব্যাটিং বা কিপিং নয়, ধোনিকে সুযোগ দেওয়া হয়েছে তাঁর ‘ক্রিকেট মস্তিষ্কের জন্য।’ এরপরই আক্ষেপ করেন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার, ‘আমিও ১৯ বছর ক্রিকেট খেলেছি। বিশ্বকাপ জিতেছি। এমন নয় যে খেলাটা আমরা বুঝি না।’



ধোনি প্রসঙ্গে হরভজন বলেন, ‘ও নিঃসন্দেহে বড় খেলোয়াড়। ওর দলে থাকা মানে বাড়তি সুবিধা থাকবে। কিন্তু, এটাও সত্যি যে ধোনি আগের মতো বল হিট করতে পারে না।’ সতীর্থ অফস্পিনার সম্পর্কে ভাজ্জির মন্তব্য, ‘গোটা IPL-এ বিশ্রাম দেওয়া হল অশ্বিনকে। যেন আগে থেকেই ওর জায়গা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমি এই সুযোগগুলি পাইনি।’

হরভজনের মুখে গৌতম গম্ভীরের নামও আসে। তিনি বলেন, ‘আমরা IPL-এর মতো টুর্নামেন্টগুলি কেন খেলি? গৌতম গম্ভীর এবারের IPL-এ দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। তাও দলে জায়গা পেলেন না।’ এরপরই ভাজ্জির স্পষ্ট জানান, ‘ধোনিদের মতো বিশেষ সুবিধা আমাদের দেওয়া হয় না।’

চলতি IPL-এ ৬.৪৮ ইকনমি রেট ছিল হরভজনের। যা তার দল ও চলতি IPL-এর বিজেতা মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে সেরা।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল