অ্যাপশহর

'সাফল্যের আবেগে ভাসবেন না', দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ গম্ভীর

ইতিপূর্বে রবি শাস্ত্রীর কোচিংয়ে এবং বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল টি-২০ ফরম্যাটে ক্রিকেট খেলত। তবে রবির অবসর গ্রহণটা খুব একটা মধুর হয়নি। কারণ টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্বেই হেরে যায় ভারতীয় ক্রিকেট দল।

EiSamay.Com 17 Nov 2021, 9:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: জয়পুরে আজ ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হয়েছে। ম্যাচ চলাকালীন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে গৌতম গম্ভীর বললেন, ভারতীয় ক্রিকেট দলে নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা ফিরিয়ে আনবেন রাহুল দ্রাবিড়। ক্রিকেটারদের বিশেষ করে তরুণ খেলোয়াড়দের নিশ্চয়তা দেবেন। আজ রোহিতের নেতৃত্বে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল।
EiSamay.Com FESaI7AVkAM9E8d
ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ রাহুল দ্রাবিড়, ছবি সৌজন্য - টুইটার


সেইসঙ্গে গম্ভীর এও যোগ করেছেন, সাফল্যের আতিশয্যে একেবারেই ভেসে যাবেন না রাহুল দ্রাবিড়। তাঁর কথায়, 'গত ২ দশকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সাফল্য অর্জন করার পাশাপাশি অনেক বড় বড় কথা বলেছে। দ্রাবিড় কখনই সাফল্যের পর এই ধরনের মন্তব্য করবেন না।' এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ইতিপূর্বে রবি শাস্ত্রীর কোচিংয়ে এবং বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল টি-২০ ফরম্যাটে ক্রিকেট খেলত। তবে রবির অবসর গ্রহণটা খুব একটা মধুর হয়নি। কারণ টি-২০ বিশ্বকাপের সুপার-১২ পর্বেই হেরে যায় ভারতীয় ক্রিকেট দল। ২০১২ সালের পর এই প্রথমবার নকআউট পর্যায়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেল।

গম্ভীর বললেন, 'দ্রাবিড় সম্পর্কে আমি একটাই কথা বলতে পারি যে, ও কখনই সাফল্যের আবেগে ভেসে যাবে না।'

সেইসঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'সেইসঙ্গে কোনও ম্যাচে সাফল্য অর্জন করার পর যে বড় বড় কথাগুলো বলা হত, সেটা আর শুনতে পাওয়া যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ধরনের মন্তব্যের কারণে দলের তরুণ ক্রিকেটারদের উপরে খারাপ প্রভাব পড়তে পারে। গত ২ বছরে টিম ম্যানেজমেন্টের থেকে এমন মন্তব্য বহুবার শুনতে পাওয়া গিয়েছে।'

তাঁর কথায়, 'রাহুলের মধ্যে অসাধারণ একটা ভারসাম্য রয়েছে। আর এবার রোহিত শর্মাও যথেষ্ট ভারসাম্য যুক্ত একজন ক্রিকেটার। আমি আশা করব, এই জুটি ভারতীয় ক্রিকেট দলের প্রচুর সাফল্য নিয়ে আসতে পারবে।'

একটি কিংবা দুটো সিরিজে বিচার করতে যাবেন না: গম্ভীর

গম্ভীর স্পষ্ট জানিয়ে দিলেন, বিগত কয়েকটি ICC টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেট দল খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি। তবে দ্রাবিড়ের কাছ থেকে ফলাফল প্রত্যাশার আগে তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের ধৈর্য্য ধরতে বলেছেন। ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ওপেনার ২০০৭ এবং ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর কথায়, একটা কিংবা দুটো সিরিজে কখনই ফলাফল প্রত্যাশা করা উচিত নয়।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল