অ্যাপশহর

বিরাটকে নিয়ে 'মশকরা', ফ্লিন্টফকে তুলোধনা অমিতাভের

বিরাটকে নিয়ে ভুলভাল মশকরা করার ফলটা ঠিক কী হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিন্টফ।

EiSamay.Com 28 Mar 2016, 1:24 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ভারতীয়দের কাছে একটা আলাদা আবেগ। আর জীবনের অন্যতম সেরা ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের জয়ের কাণ্ডারী বিরাট কোহলির জায়গাটা এখন ভারতীয়দের হৃদয়ে। এই অবস্থায় বিরাটকে নিয়ে ভুলভাল মশকরা করার ফলটা ঠিক কী হতে পারে, তা হাড়ে হাড়ে টের পেলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিন্টফ।
EiSamay.Com freddie flintoff plays victim after getting trolled by amitabh bachchan on his mischievous kohli root tweet
বিরাটকে নিয়ে 'মশকরা', ফ্লিন্টফকে তুলোধনা অমিতাভের


রবিবার বিরাট-ব্যাটে ভর করে ভারতের দুরন্ত জয়ের পরই ঘটনার সূত্রপাত। দেশের টেস্ট ক্যাপ্টেনকে প্রথমে অভিনন্দন জানিয়ে শুরু হল ফ্লিন্টফের টুইট।



তবে, এরপরের টুইটেই কোহলিকে ইংল্যান্ডের ক্রিকেটার জো রুটের সঙ্গে তুলনা করে যেন ভীমরুলের চাকে খোঁচা মেরে ফেলেন ফ্লিন্টফ। লেখেন, 'কোহলি যেভাবে খেলছেন, তাতে একদিন নিশ্চয়ই রুটের সমকক্ষ হয়ে উঠবেন।'



ইংল্যান্ডের অখ্যাত ক্রিকেটারের সঙ্গে বিরাটের এই তুলনা মেনে নিতে পারেননি বিগ বি। সোশ্যাল মিডিয়ায় সবসময় সক্রিয় কাল বিলম্ব না করে রিটুইটে সপাটে জবাব দেন ফ্লিন্টফকে। লেখেন, 'কে রুট? রুটকে সমূলে উপড়ে দেবেন...!!!'



উত্তরে ফ্লিন্টফ যখন জানতে চান, কে তাঁকে জবাব পাঠিয়েছেন, তখন তাঁকে আরও হ্যাটা হতে হয়। টুইটারে কেউ তাঁকে বুঝিয়ে দেন, 'রিশতে মে ও তুমহারে বাপ লাগতে হ্যায়।' আবার কেউ লেখেন, 'লন্ডনে মাদাম তুসোঁয় যান, তাহলেই চিনতে পারবেন।'







কেউ আবার টুইটার ফলোয়ারের জায়গায় লাল কালি দিয়ে বুঝিয়ে দেন জনপ্রিয়তার বিচারে ফ্লিন্টফের থেকে শত যোজন এগিয়ে বিগ বি।



ভারতীয়দের কাছে এভাবে বিদ্ধ হয়ে বাধ্য হয়ে লড়াই থামান ফ্লিন্টফ নিজেই।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল