অ্যাপশহর

সৌরভের ব্যক্তিগত আক্রমণেই কোচিং ছাড়েন শাস্ত্রী! বিস্ফোরক দাবি প্রাক্তন পাক অধিনায়কের

ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবি শাস্ত্রীর যে অম্ল-মধুর সম্পর্ক রয়েছে, তা আমাদের কারোরই অজানা নয়। এবার সেই কথাটাই জানালেন রশিদ লতিফ।

Lipi 28 Jan 2022, 12:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: BCCI-কোহলির দ্বন্দ্বের আগুন ধীরে ধীরে কমছে ভারতীয় ক্রিকেটে। সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে বিরাট এখন দলের একজন সাধারণ প্লেয়ার। কিন্তু ভারতীয় ক্রিকেটের এই বিতর্ক নিয়ে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একের পর এক মন্তব্য থামছে না। শোয়েব আখতার থেকে শুরু করে শাহিদ আফ্রিদি সবাই মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেটের এই অভ্যন্তরীণ সমস্যা নিয়ে। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ। জানালেন বোর্ডের সঙ্গে কোহলির যে বিবাদ আছে তা দেখা গিয়েছিল ২০১৭ সালেই।
EiSamay.Com Sourav Main (1)
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রবি শাস্ত্রী, ছবি সৌজন্য - Instagram


ওই বছর অনিল কুম্বলেকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দলের দায়িত্ব নেন রবি শাস্ত্রী। চুক্তি ছিল ২ বছরের। ২০১৯ সালের বিশ্বকাপের পর ফের ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় তাঁর চুক্তি। ভারতীয় ক্রিকেটে তখন গুঞ্জন তৈরি হয় বিরাটের সঙ্গে অনিল কুম্বলের সম্পর্কের অবনতি হওয়ায় সরতে হয় কুম্বলেকে। এখানেই রাজনীতি দেখছেন প্রাক্তন পাক অধিনায়ক।

একটি সাক্ষাৎকারে রশিদ লতিফ বলেন, "অনিল কুম্বলেকে অন্যায়ভাবে যখন সরানো হয় তখন থেকেই বিতর্কের সূত্রপাত। রবি শাস্ত্রী কোনও কোচিং প্রশিক্ষণ ছাড়াই কোচের পদে বসেন। অন্যদিকে শক্তিশালী গোষ্ঠী ছিল। কুম্বলে ৬০০-র বেশি উইকেট নিয়েছেন ও সৌরভ গঙ্গোপাধ্যায় এবং রাহুল দ্রাবিড় তাঁর সতীর্থ ছিলেন।" তাঁর মতে, শাস্ত্রী টি-২০ বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরতেন না। তাঁকে সরতে বাধ্য করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

তিনি বলেন, "গাঙ্গুলি শাস্ত্রীকে বলেছেন, বস যাওয়ার সময় এসেছে। শাস্ত্রী কোচিং করাতে চাইলেও তাঁর পক্ষে সেটা আর সম্ভব ছিল না। এই পুরো জিনিসটা তৈরি হয়েছিল টি-২০ বিশ্বকাপের আগে। যার প্রভাব পড়েছে টি-২০ বিশ্বকাপে ভারতের খেলার উপর। এই আক্রমণ প্রতি আক্রমণে ভারতীয় ক্রিকেটে প্রভাব ফেলেছে। ১৯৯০ সালে পাকিস্তান ক্রিকেটে এই জিনিসটাই হত।"

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবি শাস্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো নয়, তা আগেও টের পাওয়া গেছে। বোর্ডের দায়িত্বে যখন সৌরভ ও জয় শাহ আসেন তখন রবি শাস্ত্রী শুধুমাত্র জয় শাহকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন। এছাড়াও সম্প্রতি বিশ্বকাপ জয় নিয়ে বিরাটকে আড়াল করতে শাস্ত্রী সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্বকাপ না জেতার প্রসঙ্গ টানেন।

মাঠের বাইরে এইসব বিতর্কের প্রভাব পড়েছে দলের খেলাতেও। যার ফল দক্ষিণ আফ্রিকা সফরে হার। ১-২ তে টেস্ট সিরিজ হার আর ওডিআইতে হোয়াটইওয়াশ।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল