অ্যাপশহর

Pakistan Cricket : বোর্ডের ইন্ধনে গড়াপেটায় প্লেয়াররা! ধ্বংসের মুখে পাক ক্রিকেট?

Babar Azam : বিশ্বকাপ ফাইনাল হারের পরই পাকিস্তান ক্রিকেটে আক্রমণ প্রতি আক্রমণ চলছে। এবার প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিঞাঁদাদ আক্রমণ করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও প্লেয়ারদের।

Produced byনবীন পাল | EiSamay.Com 16 Nov 2022, 11:08 am

হাইলাইটস

  • পাকিস্তান ক্রিকেট বোর্ডের কারণেই গড়াপেটা হয় বলে অভিযোগ করলেন জাভেদ মিঞাঁদাদ।
  • তিনি বাবরদের ভবিষ্যত নিয়ে রামিজ রাজাদের আক্রমণ করলেন।
  • ভবিষ্যতেও তিনি অতীতের ছায়া দেখতে পাচ্ছেন বলে ইঙ্গিত দেন।
বিশ্বকাপ ফাইনাল দেখতে পাকিস্তানের পাশে ভারত, মেলবোর্নে ফ্যান মোমেন্ট
টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ফাইনালে হারতে হয়েছে পাকিস্তানকে। বিশ্বকাপে হারের শোক রয়েছে। তার মাঝেই বোমা ফাটিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। ক্রিকেটে যে ম্যাচ ফিক্সিং সবসময়ই হয়, এমন কথাই শোনা গেছে তাঁর মুখে। তাঁর কাছেও বেশ কয়েকবার ম্যাচ গড়াপেটার প্রস্তাব এসেছিল। মিয়াঁদাদ নাকি সেই প্রস্তাবে সাড়া দেননি। তবে অন্য ক্রিকেটাররা ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিল, এমনই দাবি করেছেন তিনি। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ক্রিকেটারদের দিকেও ম্যাচ গড়াপেটার ইঙ্গিত মিয়াঁদাদের। পাশাপাশি পাকিস্তান দলে বিদেশি কোচ নিয়োগের ব্যাপারেও সরব মিয়াঁদাদ। তাঁর দাবি, বিদেশি কোচ নিয়োগ করে কোনও লাভ হচ্ছে না।
Pakistan Cricket Team : 'ভারতে গিয়ে বিশ্বকাপ জিতব', বড় গলা হেরো পাকিস্তানের কোচের
এক টিভি অনুষ্ঠানে মিয়াঁদাদ বলেন, ‘‌আমাদের ক্রিকেটারদের দিকে দেখুন যারা অতীতে ক্রিকেট খেলেছে। আমি নিজের কথা বলছি না। আমি অতীতে ম্যাচ গড়াপেটার অনেক প্রস্তাব পেয়েছি কিন্তু আমি যাইনি। এখন যারা খেলছে, তাদের কী হবে? তারা জানে যে পারফর্ম না করলে তাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। ঠিক এই কারণেই ফিক্সিং হয়েছে। সবাই ভয়ে ছিল যে তাদের কেরিয়ার শেষ হয়ে যাবে।’‌
বিদেশি কোচের উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন মিয়াঁদাদ। তাঁর দাবি, এতে দেশের ক্রিকেটারদের ভবিষ্যত নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা কাউন্টি খেলেছি, কিন্তু যারা এখন খেলছে, তাদের ভবিষ্যৎ কী? এখন তো বোর্ড বিদেশি কোচদের দিকে ঝুঁকছে। দেশের ছেলেরা খেলা ছাড়ার পর কোথায় যাবে?‌’‌
England vs Pakistan : 'বিশ্বকাপ জিততে না পারলেও ভারতের থেকে এগিয়ে', অওকাত বোঝালেন শাদাব খান
‌গত কয়েক বছরে বিদেশি কোচের উপর বেশি নির্ভর করছে পাকিস্তান। বর্তমান সেটআপে দলের মেন্টর ছিলেন ম্যাথু হেডেন, আর শন টেট ছিলেন বোলিং কোচ। ভেরন ফিল্যান্ডারও গত বছর টি ২০ বিশ্বকাপে সাপোর্ট স্টাফের অংশ ছিলেন। এই সব ব্যাপারে মিয়াঁদাদ চূড়ান্ত হতাশ। এই বিদেশি কোচের প্রসঙ্গে তিনি বলেন, ‘‌ওই কোচদের স্টুডিওতে নিয়ে আসুন। আমরা তাদের প্রশ্ন করব। তারা ক্রিকেট সম্পর্কে কী জানে তাও আমরা জানতে চাই।’‌ মিয়াঁদাদের অভিযোগ, ‘‌বোর্ড এই ধরনের নিয়োগ দিয়ে নিজেদের বাঁচানোর চেষ্টা করে।’‌

রবিবার মেলবোর্নে টি২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে হেরেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে তারা তোলে ১৩৭/‌৮। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। পাকিস্তান দল, বিশেষ করে ব্যাটিং অর্ডার, ফাইনালের পারফরম্যান্সের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছে। তবে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ দলকে নিয়ে একটা অস্বাভাবিক উদ্বেগের কথা বলেছেন।
লেখকের সম্পর্কে জানুন
নবীন পাল
ছোট থেকে খবরের প্রতি ভালোবাসাই সাংবাদিক হতে সাহায্য করেছে। ২০১৪ সাল থেকে সাংবাদিকতায় হাতেখড়ি। বড় ময়দানে ২০১৭ সালে। ETV ভারত, মাইক্রোসফট নিউজ ঘুরে এখন এই সময় ডিজিটালের হয়ে চার-ছয় মারছেন, কয়েকটা বাইসাইকেল কিকও হয়েছে। ফুটবল-ক্রিকেট-টেনিস থেকে অ্যাথলেটিক্স সহ খেলার দুনিয়ার সবকিছু দেখা ও তা নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসেন। অবসর সময়ের সঙ্গী বই। আর এক নেশা আবৃত্তি।... আরও পড়ুন

পরের খবর