অ্যাপশহর

ধোনিকে ক্যাম্পে ডাকার কোনও যুক্তি নেই

আমি নিজেও ধোনির খুব বড় ফ্যান। তারপরেও ধোনিকে শিবিরে রাখার পক্ষপাতী নই। কারণ, ধোনি গত বছর বিশ্বকাপের পর কোনও ধরনের ক্রিকেটই খেলেনি। তাই শুধু ক্যাম্পে দেখে জাতীয় টিমে সুযোগ দেওয়া যায় না।

Ei Samay 21 Jun 2020, 1:17 pm
রণদেব বসু
EiSamay.Com MS Dhoni
মানুষটার নাম ধোনি। নিজের ওজনটা বোঝে ও। তাই নিজেকে যাচাই করেই মাঠে ফিরবে ও।


এখন আমি সঞ্চালকের ভূমিকায়। ‘এই সময় ইএস লাইভ’ অনুষ্ঠানে শনিবার লাইভে এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন ক্যাপ্টেন হাবিবুল বাশার। ধোনির ভারতীয় টিমে সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়ে বাশার ভাইকে জিজ্ঞেস করছিলাম। বাশার ভাই বললেন, ‘ধোনি বড় ক্রিকেটার। কিন্তু এ বার ওর অবসরের কথা ভাবা উচিত।’

আমি নিজেও মনে করি, ভারতীয় ক্রিকেট টিম জুলাইয়ের শেষে যে শিবির করার কথা ভাবছে, সেখানে ধোনিকে ডাকা উচিত নয়। আমি নিজেও ধোনির খুব বড় ফ্যান। তারপরেও ধোনিকে শিবিরে রাখার পক্ষপাতী নই। কারণ, ধোনি গত বছর বিশ্বকাপের পর কোনও ধরনের ক্রিকেটই খেলেনি। তাই শুধু ক্যাম্পে দেখে জাতীয় টিমে সুযোগ দেওয়া যায় না।

এক সময় আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও সৌরভ গঙ্গোপাধ্যায় রঞ্জি খেলত। আইপিএলে টাচে থাকার জন্য। এক মাস না খেললেও ব্যাটসম্যান আর বোলারদের ছন্দে ফিরতে সমস্যা হয়। সেখানে ধোনি এক বছর ম্যাচের বাইরে। আইপিএলে প্র্যাক্টিস শুরু করেছিল। তবে ম্যাচ খেলার বিকল্প কিছু নেই। আইপিএল হলে এত দিনে বোঝা যেত ধোনি কেমন ফর্মে আছে। এখন এ বছর যদি আইপিএল হয়, সেটা ধোনির পক্ষে ভালো। কিন্তু এ বছর আইপিএল না হলে এই বয়সে ধোনির পক্ষে ফিরে আসা বেশ কঠিন।

এখন লকডাউনের জন্য সবাই ক্রিকেটের বাইরে। কিন্তু তার আগে ৮-৯ মাস তো খেলা হয়েছে। সেখানে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসনরা খেলেছে। লোকেশ রাহুলকে কিপার প্রজেক্ট করার কাজও শুরু হয়ে গিয়েছিল। এই সব পরিকল্পনায় তো ধোনি তো ছিল না। ধোনিকে প্র্যাক্টিস করিয়ে বাদ দেওয়া যাবে না হয়তো। তেমন হলে পন্থ, স্যামসনের সঙ্গে ন্যায় হবে কি?

এত কিছুর পরও বলব, মানুষটার নাম ধোনি। নিজের ওজনটা বোঝে ও। তাই নিজেকে যাচাই করেই মাঠে ফিরবে ও। মাঠে নেমে লোক হাসাবে না। যদি মনে করে পারছে না, তা হলে নিজে থেকেই সরে দাঁড়াবে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল