অ্যাপশহর

সুখবর! বাবা হলেন যুবরাজ সিং

এই প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন যুবরাজ সিং। ২০১৬ সালে হ্যাজেলকে বিয়ে করেছিলেন যুবরাজ। এই খবর প্রকাশ্যে আসার পর বলিউড থেকে শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে।

EiSamay.Com 26 Jan 2022, 12:50 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এবং তাঁর স্ত্রী হ্যাজেল কিচের পরিবারে এল এক নতুন সদস্য। পুত্র সন্তানের বাবা হলেন যুবরাজ। যুবরাজ নিজেই টুইটারে এই খুশির খবর দিয়েছেন। সেইসঙ্গে ফ্যানেদের কাছে তাঁর পরিবারের গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছেন। তবে তাঁর স্ত্রী কিংবা সদ্যোজাতর কোনও ছবি পোস্ট করেননি যুবি।
EiSamay.Com Yuvi main
যুবরাজ সিং এবং হ্যাজেল কিচ, ছবি সৌজন্য - Instagram/hazelkeechofficial


টুইটারে যুবরাজ লিখেছেন, "আমি আমার সকল পরিবার, বন্ধু এবং সমর্থকদের একথা জানাতে চাই যে আজ আমরা একটা খুশির খবর শেয়ার করতে চাই। আর সেটা হল আমাদের পরিবারে এক পুত্রসন্তান এসেছে। আমরা একারণে ভগবানকে ধন্যবাদ জানাতে চাই। সবেমাত্র এই শিশুটা পৃথিবীর আলো দেখেছে। সেকারণে আশা করব, আপনারা আমাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাবেন। ধন্যবাদান্তে হ্যাজেল এবং যুবরাজ।"

২০১৬ সালের ৩০ ডিসেম্বর বলিউড অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করেছিলেন যুবরাজ সিং। যুবরাজ এই খবর ঘোষণা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁর বন্ধু এবং সমর্থকেরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিতে থাকেন।

বীরেন্দ্র সেহওয়াগ এবং হরভজন সিংয়ের সঙ্গে যুবরাজ সিংয়েরও প্রথম লিজেন্ডস ক্রিকেট লিগে অংশগ্রহণ করার কথা ছিল। গত ২০ জানুয়ারি থেকে ওমানে এই ক্রিকেট লিগ শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত যুবরাজ একটাও ম্যাচ খেলেননি।

৪০ বছর বয়সি এই অলরাউন্ডার ২০০৭ সালে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং ২০১১ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছেন। ২০১৯ সালের জুন মাসে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছিলেন। ক্যানসারে আক্রান্ত হওয়ার পরেও তিনি ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলেন। ম্যাচ চলাকালীন তিনি মাঠের মধ্যে রক্তবমি করতে শুরু করেছিলেন। কিন্তু, তারপরেও তিনি রান করে গিয়েছেন এবং উইকেট শিকার করেছেন। এরপর বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তাঁকে টুর্নামেন্ট সেরার খেতাব দেওয়া হয়।

যুবরাজ তাঁর বর্ণাঢ্য ক্রিকেট কেরিয়ারে ৩০৪টি একদিনের ম্যাচে ৮.৭০৮ রান করেন। টি-২০ ক্রিকেটে তিনি যে ভারতীয় ক্রিকেট দলের নয়নের মণি ছিলেন, সেটা আর আলাদা করে বলার দরকার নেই ৫৮টি ম্যাচে তিনি মোট ১,১৭৭ রান করেছেন।

গত বছর মার্চ মাসে হ্যাজেল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, "আপাতত আমি কিছু সময় সোশ্যাল মিডিয়া থেকে দুরে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এবার আমি বাস্তব জগতে পা রাখব। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করুন।"

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল