অ্যাপশহর

ময়দানে ছেলের ৮০ রান দেখে মাঠেই প্রয়াত বাবা

স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল ছেলের নামের পাশে ৮০ রান৷ সেটা দেখতে স্কোরবোর্ডের দিকে এগোচ্ছিলেন বাবা৷ আচমকা মাটিতে পড়ে গেলেন৷

EiSamay.Com 21 Dec 2016, 12:02 pm
এই সময়: স্কোরবোর্ডে জ্বলজ্বল করছিল ছেলের নামের পাশে ৮০ রান৷ সেটা দেখতে স্কোরবোর্ডের দিকে এগোচ্ছিলেন বাবা৷ আচমকা মাটিতে পড়ে গেলেন৷ প্রায় সঙ্গে-সঙ্গেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে৷ চিকিত্‍সকরা জানালেন, মারা গিয়েছেন তিনি!
EiSamay.Com father dies suffering from heart attack after cricketer son gets out
ময়দানে ছেলের ৮০ রান দেখে মাঠেই প্রয়াত বাবা


মঙ্গলবার কলকাতা ময়দানে এমনই বিরল ঘটনা ঘটল৷ ছেলের খেলা দেখতে এসে মাঠেই মারা গেলেন বাবা!

টাউন মাঠে সিএবির দ্বিতীয় ডিভিশন লিগে ম্যাচ চলছিল সুবার্বন বনাম শরত্‍ সমিতির৷ ৮০ রানে আউট হন সুবার্বন ব্যাটসম্যান তুর্য সাহা৷ তাঁর বাবা তুলসী সাহা ছেলের খেলা দেখতে এসেছিলেন৷ প্রায় প্রতি ম্যাচেই আসেন তিনি৷ ছেলে যখন আউট হয়ে ফিরছেন, তখন তুলসীবাবু ছেলের স্কোর দেখতে স্কোরবোর্ডের দিকে এগোচ্ছিলেন৷ তারপরই একটা পড়ে যাওয়ার আওয়াজ৷ ছুটে গিয়ে সবাই দেখেন, তুলসীবাবু পড়ে গিয়েছেন৷

সঙ্গে সঙ্গে সুবার্বন ক্লাবের গাড়িতে করে বছর ছেচল্লিশের তুলসীবাবুকে নিয়ে যাওয়া হয় পিজিতে৷ রাতে ক্লাবের কোচ সঞ্জয় বাগুই বললেন, ‘ম্যাসিভ অ্যাটাক হয়েছিল৷ মাঠেই মারা গিয়েছিলেন৷ পিজিতে ডাক্তাররা চিকিত্‍সার সুযোগও পাননি৷’

তুলসীবাবুরা থাকেন সোদপুরে৷ সেখানে সোদপুরে ক্লাবের হয়ে জেলা লিগে খেলেন তুর্য৷ সেখান থেকেই খেলছেন ময়দানে৷ হাসপাতাল থেকে প্রয়াত তুলসীবাবুকে সোদপুরে নিয়ে যাওয়া হয় ক্লাবের গাড়িতেই৷

এখানেই উঠছে প্রশ্ন৷ ময়দানে তিন জায়গায় সিএবির অ্যাম্বুলেন্স থাকে৷ একজন অসুস্থ মানুষকে কেন ক্লাবের গাড়িতে করে বসিয়ে নিয়ে যাওয়া হল৷ অ্যাম্বুলেন্সে তো প্রাথমিক চিকিত্‍সার ব্যবস্থাও থাকে৷ সোদপুরের ক্লাবে ক্ষোভ, হাসপাতাল থেকেও প্রয়াত তুলসীবাবুকে কেন কোনওমতে গাড়িতেই নিয়ে আসা হল?

সুবার্বন কোচ সঞ্জয় অবশ্য যুক্তি দিলেন, ‘তখন অ্যাম্বুলেন্স ডাকতে গেলে আরও দেরি হয়ে যেত৷ আর গাড়িটা বেশ বড় ছিল৷ আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গিয়ে ওঁকে বাঁচাতে চেয়েছিলাম৷’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল