অ্যাপশহর

বল বিকৃতি ধরার অন্যতম কারিগর

ক্যামেরন ব্যানক্রফ্টের সেইুদ টেপ দিয়ে বল খোঁটার দৃশ্য সারা দুনিয়ার চোখে এখনও ভাসছে৷

EiSamay 27 Mar 2018, 12:45 pm
কেপ টাউন : ক্যামেরন ব্যানক্রফ্টের সেইুদ টেপ দিয়ে বল খোঁটার দৃশ্য সারা দুনিয়ার চোখে এখনও ভাসছে৷ ঘটনা প্রথম চোখে পড়েছিল ফ্যানি ডে র্‌র৷ তিনিই নির্দেশ দেন মাঠে ম্যাচ দায়িত্বে থাকা ক্যামেরাম্যানদের পুরো ব্যাপারটার দিকে নজর রাখতে৷ কলঙ্কিত ইতিহাস!
EiSamay.Com fanie de villiers the man who tipped off tv crew about ball tampering
বল বিকৃতি ধরার অন্যতম কারিগর


কেপ টাউনে দক্ষিণ আফ্রিকা বনাম সিরিজের তৃতীয় টেস্টে ভূমিকায় ছিলেন প্রাক্তন আফ্রিকান পেস বোলার৷ কমেন্ট্রি বসেই প্রবল সন্দেহ হয়েছিল তাঁর৷ রিভার্স সুইং করাতে শুরু করেছেন বোলাররা৷ কী দেখেছিলেন তিনি ? ব্যানক্রফ্টের বল ঘটনার পর ফ্যানি , ‘অনেক আগেই আমি , ২৬-২৭ ওভারে যদি ওরা র্‌ সুইং করানো শুরু করে , তার মানে হবে কিছু একটা করছে৷ যা ঘটে না৷ ’ দক্ষিণ আফ্রিকা দেওয়া এক সাক্ষাত্কারে একই তিনি বলেছেন , ‘আমি বলি , নজর রাখো ওরা মাঠে কিছু একটা করছে৷ু একটা ব্যবহার করছে !’ টেস্টের তৃতীয় দিন মাঠে ফিল্ডিং ব্যানক্রফ্ট৷ তাঁরই পকেটে ছিল হলুদ টেপ৷ যা দিয়ে দ্রুত পুরোনো হচ্ছিল বল৷ যাতে রিভার্স সুইং পেতেুবিধা হয়৷ ফ্যানি বলেছেন , ‘ক্যামেরাম্যানরা খানেকেরও বেশি সময় ধরে তীক্ষ্ণ রেখেছিল মাঠে৷ তার পরই ওদের ধরা পড়ে যায় ব্যানক্রফ্ট৷ ’ ট্যাম্পারিং ছাড়া কেপ টাউনের উইকেটে বলের চেহারা যে বদলানো যায় না , তা পরিষ্কার বলে দিয়েছেন ফ্যানি৷

‘ঘাসের উইকেটে বলের চেহারা বদলানোর জন্য কিছু না কিছু করতেই হয়৷ বলের একটা দিককে রাফ করার জন্য কিছু যে ব্যবহার করা হচ্ছিল , তা নিয়ে কোনও সন্দেহ নেই৷ রিভার্স সুইং পাওয়ার জন্য একটা দিককে ভারী করা দরকার ছিল৷ সেটাই করা হয়েছিল৷ কারণ এটা পাকিস্তান নয় যে, প্রতি সেন্টিমিটারে পিচে ক্র্যাক থাকবে৷ ’ নব্বইয়ের দশকে ফ্যানি ডে ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার যথেষ্ট সফল পেস বোলার ছিলেন৷

বিশেষ করে ওয়ান ডে ক্রিকেটে৷ রিভার্স সুইংও করাতেন৷ যে কারণে তিনি বলেছেন , ‘অস্ট্রেলিয়া তিরিশ ওভারের আগেই রিভার্স সুইং করাতে শুরু করে দিয়েছিল৷ এই রকম উইকেটে যে সেটা সম্ভব নয় , তা আমি বুঝতে পেরেছিলাম৷ সন্দেহ হল , তা হলে ওরা কিছু করছে ? নিশ্চয় লোহা বা স্টিলের কিছু দিয়ে বলের চকচকে ভাবটা দ্রুত তুলে দিয়েছিল৷ অন্য দিকটা ভারী করে নিয়েছিল৷ তাই দ্রুত রিভার্স সুইং পাওয়া শুরু করেছিল অজিরা৷ ’

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল