অ্যাপশহর

₹ ৫০০ কোটির দুর্নীতি-চাঁইকে চিনতেন বিরাট!

বিরাট কোহলির থেকে ৩ কোটি টাকার গাড়ি কিনেছিলেন অভিযুক্ত।

EiSamay.Com 28 Oct 2016, 5:00 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে বড় টেলি দুর্নীতি। প্রতারণার অর্থ ৫০০ কোটি টাকা। মূল অভিযুক্ত ২৩ বছরের ভারতীয় তরুণ সাগর ঠক্কর অরফে শ্যাগি-র খোঁজ চালাচ্ছে পুলিশ। তদন্ত করতে নেমে বেশ কিছু তথ্য হাতে পেয়েছে পুলিশ। কিন্তু, পুলিশ আধিকারিকরা চমকে যান শ্যাগি-র সঙ্গে ভারতীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির পরিচয় রয়েছে জানতে পেরে।
EiSamay.Com fake call centre mastermind purchased rs 3 cr audi r 8 from virat kohli
₹ ৫০০ কোটির দুর্নীতি-চাঁইকে চিনতেন বিরাট!


বিষয়টা ঠিক কী? বিরাটের কাছ থেকে ৩ কোটি টাকার একটি অডি গাড়ি কিনেছিল শ্যাগি। তবে ভারত অধিনায়কের সঙ্গে এই দুর্নীতির কোনো সম্পর্ক নেই। গাড়ি বিক্রির সময় বিরাট সাগর ঠক্করের পরিচয় জানতেন না। মহারাষ্ট্র পুলিশের DCP পরাগ মানেরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, ‘আমরা ঠাক্করের কাছ থেকে আমরা ৩ কোটি টাকার একটি অডি R-8 গাড়ি বাজেয়াপ্ত করেছি। গাড়িটি বিরাট কোহলির কাছ থেকে কিনেছিল সাগর।’ গাড়িটি আহমেদেবাদ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং থানে নিয়ে আসা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, প্রেমিকার জন্য ওই গাড়িটি কিনেছিল শ্যাগি।

পুলিশের সন্দেহ, দেশ ছেড়ে পালিয়েছে শ্যাগি। বোন রিমাকে সঙ্গে নিয়ে দুবাইয়ে লুকিয়ে আছে বলে সন্দেহ পুলিশ কর্তাদের।

ভুয়ো কল সেন্টার তৈরি করে মার্কিন নাগরিকদের প্রতারণা করার অভিযোগ সাগরের বিরুদ্ধে। আমেরিকানদের ফোন করে আয়করের দপ্তরের প্রতিনিধি বলে পরিচয় দিত শ্যাগির কর্মীরা। কর না মেটালে গ্রেপ্তারের হুমকি দিয়ে টাকা দাবি করা হত। ১০ থেকে ২০ হাজার মার্কিন ডলার দাবি করলেও ৩-৫ হাজার ডলারে রাজি হয়ে যেতেন তারা। এর পর ক্যাশ কার্ড থেকে প্রতারণার অর্থ জোগাড় করত শ্যাগি ও তার দল। কিন্তু, এক কর্মী পুলিশের কাছে মুখ খুলে দিলে, গোটা বিষয়টি প্রকাশ্যে চলে আসে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল