অ্যাপশহর

ইংল্যান্ডে ফের ভারতের জন্য ধাক্কা, মাথায় বাউন্সারের আঘাত পেয়ে দলের বাইরে মায়াঙ্ক

IND vs ENG ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামার আগেই আরও এক ক্রিকেটার দলের বাইরে... প্রথমে করোনার ছোবলে বেহাল দল এবং মায়াঙ্কের গুরুতর চোট...৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ

EiSamay.Com 3 Aug 2021, 12:15 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ইংল্যান্ডে বড়সড় ধাক্কা ভারতের। প্রথম টেস্টে খেলতে পারবেন না ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। সোমবার নেট প্র্যাকটিসের সময় মাথায় বাউন্সার লেগে চোট পান ময়ঙ্ক। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন চোট গুরুতর নয়, তবে মাথায় চোটের কারণে সাবধানতাবশত প্রথম টেস্টে বিশ্রামে Mayank Agarwal।
EiSamay.Com mayank agarwal


৪ অগাস্ট থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে প্রথম ম্যাচের জন্য দলের বাইরে ভারতীয় দলের এই ওপেনার ব্যাটসম্যান। শুভমন গিল চোটের কারণে ছিটকে যাওয়ায় তার জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেনে আসার কথা ছিল মায়াঙ্ক আগরওয়ালের। জানা গিয়েছে এদিন সকালে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে নেট সেশনে সতীর্থ মহম্মদ সিরাজের বাউন্সার সপাটে এসে লাগে মায়াঙ্কের হেলমেটে। তাতে মাথার পিছনে চোট পান মায়াঙ্ক। সঙ্গে সঙ্গে ছুটে আসেন BCCI Medical Team। ৩০ বছর বয়সী এই ক্রিকেটারকে প্রাথমিকভাবে পরীক্ষার পর বড় বিপদ না দেখলেও তাঁকে পর্যবেক্ষণে রাখার পরামর্শ চিকিৎসকদের।

ইংল্যান্ড সফরের শুরু থেকেই প্রথমে করোনা ও চোট আঘাতে বিপর্যস্ত দল। শুভমন গিলের পর মায়াঙ্কের বেরিয়ে যাওয়াটা ভারতের কাছে বড় ধাক্কা। এখন ওপেনার হিসেবে উঠে আসছে KL Rahul-এর নাম। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কেএল রাহল ছাড়া আর কেউই তেমন জ্বলে উঠতে পারেনি। ফলে ব্যাটিং নিয়ে চিন্তা থাকছে। এমনিতেই দুর্নাম আছে বিদেশে গেলেই বলের সঙ্গে পা নড়ে না ভারতীয় ব্যাটসম্যানদের। তার উপর এই পিচে চোট-আঘাত করোনায় বিপর্যস্ত টিমের পক্ষে অ্যান্ডারসন ও ব্রডদের মোকাবিলা করা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। তবে এমন পিচ থাকলে যে ভারতীয় পেস বোলারদের কাছেও তা সোনায় মোড়া সুযোগ হবে তা বলার অপেক্ষা থাকে না। সামি, বুমরারা যে বিপক্ষের কাছে যে কোনও মুহূর্তে ত্রাস হয়ে উঠতে পারে তা বলাই যায়।

প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে, তা দেখে নেওয়া যাক- রোহিত শর্মা, কে এল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ।

ভারতের মাটিতে টেস্ট সিরিজ চলাকালীন ঘূর্ণি পিচে বেকায়দায় পড়তে হয়েছিল ইংরেজদের। ৩-১ এ সিরিজ পকেটে নিয়েছিল কোহলিরা। সবুজ উইকেট সাজিয়ে তারই কি পালটা দিতে চলেছে ইংল্যান্ড শিবির? সেটাই এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল