অ্যাপশহর

করোনা প্রকোপ অ্যাসেজেও, চতুর্থ টেস্টে থাকবেন না ইংল্যান্ড কোচ

এই নিয়ে ইংল্যান্ডের সাতজন করোনা আক্রান্ত হল। তিনজন সাপোর্ট স্টাফ ও চারজন পরিবারের সদস্য। দুই দলকেই বিশেষ বিমানে সিডনি নিয়ে যাওয়া হবে চতুর্থ টেস্টের জন্য।

EiSamay.Com 30 Dec 2021, 2:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ইতিমধ্যে হাতছাড়া হয়েছে অ্যাসেজ। তিনটে ম্যাচে হেরে জয়ের আশা শেষ হয়েছে ইংল্যান্ডের। বাকি দু'ম্যাচ জিতে সম্মানীয়ভাবে শেষ করতে চাইবে তারা। হারের ধাক্কার পর এবার আরও ধাক্কা খেল ইংল্যান্ড। করোনার প্রকোপে চতুর্থ টেস্টে থাকবেন না ইংল্যান্ড কোচ ক্রিস সিলভারউড। তাঁর পরিবারের একজন করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে আইসোলেশনে থাকতে হবে।
EiSamay.Com Chris Silverwood main
ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ ক্রিস সিলভারউড, ছবি - টুইটার


ইংল্যান্ড দলের সদস্যদের মধ্যে চারজনের পরিবারের সদস্য ও কোচিং ইউনিটের তিনজনের করোনা পজিটিভ এসেছিল এর আগে। নানা বিতর্ক সত্বেও হয়েছিল বক্সিং ডে টেস্ট। এবার চতুর্থ টেস্টের জন্য মেলবোর্নে যাওয়ার আগে চার রাউন্ড করোনা পরীক্ষা হবে ইংল্যান্ড প্লেয়ারদের।
ইংল্যান্ড শিবিরে ৪ জনের কোভিড
ক্রিস সিলভারউডের বদলে চতুর্থ টেস্টে ইংল্যান্ড দলের দায়িত্ব নেবেন গ্রাহাম থর্প। তবে তিনি সঙ্গে পাবেন না সিম বোলিং কোচ জন লুইস, স্পিন কোচ জিতান প্যাটে ও ফিটনেস কোচ ড্যারেন ভেনেসকে। সিলভারউডের পরিবারের সদস্যের করোনা হয়। কিন্তু সিলভারউডের মধ্যে কোনও করোনার লক্ষ্মণ দেখা যায়নি। যেহেতু তিনি করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছে তাই তাঁকে আইসোলেশনে থাকতে হবে।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘সম্প্রতি PCR টেস্টে দেখা গেছে ইংল্যান্ডের পুরুষ টেস্ট দলের সদস্য়দের মধ্যে একজনের পরিবারের সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। যার ফলে দলের প্রধান কোচ ক্রিস সিলভারউড ১০ দিনের জন্য আইসোলেশনে থাকবেন।’
পরপর তিন ম্যাচ হেরে অ্যাশেজ হাতছাড়া ইংল্যান্ডের
এই নিয়ে ইংল্যান্ডের সাতজন করোনা আক্রান্ত হল। তিনজন সাপোর্ট স্টাফ ও চারজন পরিবারের সদস্য। দুই দলকেই বিশেষ বিমানে সিডনি নিয়ে যাওয়া হবে চতুর্থ টেস্টের জন্য। এভাবে অ্যাসেজে করোনার প্রকোপ বাড়লেও অ্যাসেজ কোনওভাবেই বন্ধ করতে চায় না আয়োজকরা। কারণ, জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই সিরিজ বন্ধ হলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে দুই দলই। এরআগে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তাঁকে আইসোলেশনে থাকতে হয়। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কে প্লেয়াররা।

এরআগে ইংল্যান্ডের মাটিতে ভারতের টেস্ট সিরিজ মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে। ভারতীয় দলের কোচিং ইউনিটের সদস্য করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ বন্ধ করতে হয়। পাঁচ ম্যাচের সিরিজে ৪ ম্যাচ খেলা হয়। বাকি একম্যাচ এখনও বাকি আছে। শোনা যাচ্ছে, আগামী বছর ওই ম্য়াচের আয়োজন করা হতে পারে।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল