অ্যাপশহর

রুটের দাপটে ইংল্যান্ডের কাছে ৮৬ রানে হার ভারতের

ধোনির মুকুটে এদিন দু'টো নতুন পালক যোগ হল।

EiSamay.Com 15 Jul 2018, 1:17 am
এই সময়: শনিবার লর্ডসে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৮৬ রানে ভারতকে হারিয়ে তিন ওয়ান ডে-র সিরিজ বাঁচিয়ে রাখল ক্রিকেটের ইংল্যান্ড ক্রিকেট টিম। ৩২৩ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৩৬ রানে।
EiSamay.Com শতরানের পর (ছবি সৌজন্যে: ইংল্যান্ড ক্রিকেট)
শতরানের পর (ছবি সৌজন্যে: ইংল্যান্ড ক্রিকেট)


এদিন জো রুটের ব্যাট থেকে এল ঝকঝকে ১১৩ রানের ইনিংস। দায়িত্ব নিয়ে ইংল্যান্ড ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তিনি। টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩২২-৭। কুলদীপ টিমের বোলারদের মধ্যে সেরা পারফরম্যান্স করেন। ১০ ওভারে ৬৮ রান দিয়ে নেন ৩ উইকেট। একই সঙ্গে জীবনের প্রথম ২২টি ওয়ান ডে-তে নিয়ে ফেললেন ৪৮ উইকেট। ভারতের বিরাট কোহলি (৪৬) ও সুরেশ রায়না (৪৫) ছাড়া আর কোনও খেলোয়াড় ব্য়াটে সাফল্য পাননি।

এ সবের মধ্যেই ধোনির মুকুটে এদিন দু'টো নতুন পালক যোগ হল। ওয়ান ডে ক্রিকেটে একই দিনে ১০ হাজার রান ও ৩০০ ক্যাচ ধরে ফেললেন তিনি। ২৭৩ ইনিংসে ১০ হাজার পেরোলেন তিনি। ভারতীয়দের মধ্যে সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায় ও রাহুল দ্রাবিড়। জোস বাটলারের ক্যাচ ধরে ৩০০ নম্বর ক্যাচের ক্লাবে রান লেখালেন ধোনি। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনিই একমাত্র ক্রিকেটার যিনি ৩০০ উইকেট পেলেন।

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল