অ্যাপশহর

'গসিপ গুরুত্ব পায় বলে টিম কিনি না'

সলমন খানকে ভারতীয় টিমের গুডউইল অ্যাম্বাসাডর করা নিয়ে চার দিকে নানা আলোচনা, অনেক প্রশ্ন৷ এ ব্যাপারে খোলামেলা সাক্ষাত্‍কারে সলমন খান৷

EiSamay.Com 27 Apr 2016, 1:44 pm
সলমন খানকে ভারতীয় টিমের গুডউইল অ্যাম্বাসাডর করা নিয়ে চার দিকে নানা আলোচনা, অনেক প্রশ্ন৷ এ ব্যাপারে খোলামেলা সাক্ষাত্‍কারে সলমন খান৷ বলে দিলেন, অলিম্পিকে হাঁটা থাকলে তিনি অংশ নিতে চান৷ জানেন না, হাঁটাও একটা বড় ইভেন্ট৷
EiSamay.Com dont want to compete with srk salman khan reveals why he never bought an ipl team
'গসিপ গুরুত্ব পায় বলে টিম কিনি না'


প্রশ্ন: অলিম্পিকে ভারতীয় টিমের এক জন অ্যাম্বাসাডর দরকার কেন?

উত্তর: অন্য দেশের মতো ভারতে অলিম্পিক অনেকেই সে ভাবে দেখে না৷ তাই কেউ যদি এসে প্লেয়ারদের সাহায্য করে, তা হলে তাদের ভালো লাগে৷ বাড়তি পরিশ্রমের অনুপ্রেরণা পায় তারা৷ আমার মতো কেউ অ্যাম্বাসাডর হওয়ার ফলে অলিম্পিক নিয়ে আমাদের দেশে এত কথা হচ্ছে৷

প্রশ্ন: দেশের অনেক অভিনেতাই বিভিন্ন খেলায় টিম কিনেছেন৷ আপনাকে তো কোথাও কোনও টিমের সঙ্গে দেখা যায় না...

উত্তর: আমার একবার ফুটবল টিম কেনার কথা হয়েছিল৷ সেটা হয়নি৷ কারণ, আমি অন্য কোনও টিমের সদস্য হতে চাইনি৷ আমি চাইলে নিজেই কোনও টিম কিনতে পারি বা কোনও টিমের মূল অংশীদার হতে পারি৷ কিন্ত্ত আমি দিল্লি, পুনে বা কেকেআরের হয়ে মাঠে গিয়ে চিত্‍কার করতে পারব না৷ খেলাকে জনপ্রিয় করার এটা একটা উপায়৷ কিন্ত্ত আমি এর অনেক উপরে উঠতে চাই৷ কেন জানেন? যখন বলা হয়, আজ লড়াই সলমনের টিমের সঙ্গে প্রীতি বা শাহরুখের টিমের লড়াই, তখন এটা আর খেলা থাকে না৷ গসিপের অংশ হয়ে যায়৷ ‘দায়িত্বশীল সংবাদমাধ্যম’ ম্যাচ থেকে ফোকাস সরিয়ে নিয়ে যায় অন্য জায়গায়৷ আমি অন্য কাউকে এই জনপ্রিয়তা দিতে চাই না৷ আমি সামগ্রিক ভাবে খেলার উন্নতির জন্য কাজ করতে চাই৷

প্রশ্ন: গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে আপনার দায়িত্ব কী রকম?

উত্তর: আমি খেলোয়াড়দের অনুপ্রেরণা দেব৷ দেখব, ওরা কত ভালো ভাবে এগোচ্ছে৷ আগের বছরের থেকে যদি পদক সংখ্যা বাড়ে, তা হলে সেটা বড় ব্যাপার হবে৷ আমি দেখার চেষ্টা করব, খেলোয়াড়রা পরিকাঠামো, খাবার, কোচিং এবং অন্য সব সুযোগ ঠিক মতো পাচ্ছে কি না৷ পহলে (অ্যাম্বাসাডর) নাহি লেকর আয়ে থে তো ঠিক হ্যায়, পর অব যব কিসি কো লেকর আয়ে হ্যায় তো প্লেয়ারর্স শুড বি এনকারেজড৷ আমি অলিম্পিকে অংশ নিতে পারি, যদি হাঁটা অলিম্পিকের অংশ হয়৷ ইস লিয়ে ম্যায় উয়ো হুঁ, যো গাড্ডিকো ধাক্কা দে সকতা হ্যায়৷ অলিম্পিকের শুরুর দিকে আমার রিওতে যাওয়ার ইচ্ছেও আছে৷

প্রশ্ন: ক্রিকেট ছাড়া অন্য কোনও খেলায় আলো ফেরাতেই কি বলিউডের কোনও সেলিব্রিটির দরকার হচ্ছে?

উত্তর: ক্রিকেট সবাই দেখে৷ ক্রিকেটে অনেক তারকা৷ অন্য খেলাতেও আমাদের তারকা তৈরি করতে হবে৷ আজ লোকে টেনিস দেখে লিয়েন্ডার পেজ, সানিয়া মির্জার জন্য৷ তেমনই সাইনা নেহওয়াল বা দীপিকা পাল্লিকালও নিজেদের গুণেই তারকা৷ খুব তাড়াতাড়ি ফুটবলও মারাত্মক জনপ্রিয় হতে চলেছে, কারণ পরবর্তী প্রজন্ম ফুটবলে মজে৷ আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা ক্রিকেটকে দোষ দিই৷ কিন্ত্ত অন্য কোনও খেলা আমরা টিভিতে দেখি না৷ আমরা অন্য খেলা টিভিতে দেখলেও টিআরপি বাড়বে৷ এর ফলে প্লেয়ারদের এনডোর্সমেন্ট বাড়বে৷ ফলে তারা তারকায় পরিণত হবে৷ অবসর সময়ে বিভিন্ন চ্যানেল সার্ফ না করে কোথাও ব্যাডমিন্টন হলে দেখুন৷ চেনার চেষ্টা করুন কে খেলছে৷ হকিতে যদি পুরনো গৌরব ফেরাতে হয়, তা হলে মাঠে বা টিভিতে হকি দেখা উচিত৷ আমরা, মানে যারা বলিউডের তারকা, তারা সব সময় আপনাদের উত্‍সাহ দেব৷

প্রশ্ন: দীপা কর্মকারের মতো যাঁরা অলিম্পিকের যোগ্যতা যারা অর্জন করলেন, আপনি কি তাঁদের প্রত্যেকের সঙ্গে দেখা করবেন?

উত্তর: হ্যাঁ৷ আমি ওর ভিডিয়ো দেখেছি৷ ও দুর্দান্ত অ্যাথলিট৷ একটা বিষয় খেয়াল করুন, তেমন কোনও পরিকাঠামো বা পরিবেশ না পেয়েও এই পর্যায়ে যদি কেউ উঠে আসতে পারে, তা হলে মেনে নিতে হয় তার ক্ষমতা আছে৷ তা হলে যদি সরকার বা কর্পোরেট দুনিয়া এমন কোনও প্রতিভাবান অ্যাথলিটকে সাহায্য করে, সেই অ্যাথলিট যদি সেরা সুযোগ পায়, তা হলে এরা কোথায় যাবে? শুধু চাল-ডাল খেয়েই তো এরা এত দূর উঠে এল৷

প্রশ্ন: আপনাকে তো লোকে জানে ফিটনেস আইকন হিসেবে৷ কিন্ত্ত খেলাধুলোর সঙ্গে আপনি কতটা জড়িত?

উত্তর: আমি যখন বড় হচ্ছি, তখন আমি অনেক ধরনের খেলা খেলেছি৷ আমার সমস্যা, কোনও একটা খেলার মধ্যে যখন আমি ঢুকে পড়ি, তখন আর ওই খেলাটা খেলতে ইচ্ছে করে না৷ অন্য খেলার দিকে মন সরে যায়৷ তাই আমি বহু খেলার নিয়মকানুন জানলেও আসলে কোনও খেলা ঠিক করে খেলতে পারি না৷ সাঁতার, ফুটবল, হকি, ক্রিকেট-সব খেলার ক্ষেত্রেই কথাটা খাটে৷ কোনও একটা খেলাকে পাখির চোখ করিনি বলে আমি গড়পরতা খেলোয়াড় বলে নিজেকে মনে করি৷

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল