অ্যাপশহর

ধারাভাষ্য ছেড়ে ফের জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপিংয়ে প্রস্তুত কার্তিক!

এই মুহূর্তে ম্যাচের সম্প্রচারকারী দলের সঙ্গে ইংল্যান্ডেই রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যদি সমস্যায় পড়ে, তাহলে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াতে প্রস্তুত তিনি।

EiSamay.Com 16 Jul 2021, 12:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক : ভারতীয় ক্রিকেট দল বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে এগোচ্ছে। কারণটা আপনারা সকলেই জানেন। আসলে, ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ ইংল্যান্ডে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন। দলের অপর উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাও আপাতত আইসোলেশনে রয়েছেন। সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য ভারতীয় ক্রিকেট দলে কোনও অভিজ্ঞ উইকেটরক্ষক আপাতত নেই। এই পরিস্থিতিতে জাতীয় কর্তব্য পালনে এগিয়ে আসতে চান সদ্য ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়তা লাভ করা দীনেশ কার্তিক। তিনি স্পষ্ট ইঙ্গিত দেন, যদি শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের কোনও উইকেট রক্ষক ম্যাচ রেডি না হন, তাহলে তিনি উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াতে প্রস্তুত। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় ক্রিকেট দলের হাতে আপাতত একটাই বিকল্প খোলা আছে, আর সেটা হল কেএল রাহুল।
EiSamay.Com Dinesh Karthik
দীনেশ কার্তিক


এই মুহূর্তে ম্যাচের সম্প্রচারকারী দলের সঙ্গে ইংল্যান্ডেই রয়েছেন দীনেশ কার্তিক। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দল যদি সমস্যায় পড়ে, তাহলে উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াতে প্রস্তুত তিনি। এই প্রসঙ্গে কার্তিক টুইটারে একটা পোস্ট করেছেন এবং হালকা করে ব্যাপারটা আভাস দিয়ে রেখেছেন।

ইতিপূর্বে একটা সাক্ষাৎকারে দীনেশ কার্তিক বলেছিলেন, 'আইপিএল মরশুমটা কীভাবে কাটে, তার উপর অনেককিছুই নির্ভর করছে। সেকারণে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আমি ভালো করে খেলতে চাই। দেখি, ভালো পারফরম্যান্স করার পর, ভারতীয় ক্রিকেট দলে আরও একটা সুযোগ পাই কি না।'

বস্তুতপক্ষে, ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দল যখন শেষবার ইংল্যান্ড সফরে এসেছিল, তখন প্রথম দুটো টেস্ট ম্যাচে কার্তিক ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন।

সেইসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি আরও যোগ করেছিলেন, 'জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলাটা যথেষ্ট কঠিন একটা কাজ। যখন দলের বাইরে বেরিয়ে যাই, তখনই এর মর্মটা বুঝতে পারা যায়। পরিসংখ্যান বলছে, আমি বহুদিন ধরেই দলের হয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করছি। যদি আইপিএল টুর্নামেন্টের দ্বিতীয় ভাগেও আমি ভালো খেলতে পারি, তাহলে কে বলতে পারে আমার জন্য আগামীদিনে কী অপেক্ষা করছে?'

ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ঋষভ পান্থ। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, 'বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পর বিরতিতে দলের হোটেলে থাকতেন না ঋষভ পান্থ। গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে তিনি আপাতত একেবারে উপসর্গহীন এবং নিজেকে আইসোলেশনে রেখেছেন। বোর্ডের চিকিৎসক দল খুঁটিয়ে তাঁকে পরীক্ষা করছে। আশা করা হচ্ছে, ঋষভ দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ডারহামে তিনি ভারতীয় ক্রিকেট দলের বাকি সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারবেন।'

পরের খবর

Sportsসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল